ছায়াছন্দ প্রতিবেদক : ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব দীর্ঘ দিন ধরে তিনি টিভি নাটকে রাজত্ব করছেন। তবে তিনি ধারাবাহিকের চেয়ে একক নাটকে বেশি ব্যস্ত। অন্যদিকে, তরুণ অভিনয় শিল্পীদের মধ্যে অল্প সময়ে বেশ দর্শকপ্রিয়তা পেয়েছেন সাবিলা নূর। সম্প্রতি অপূর্ব আর সাবিলা জুটি বেঁধেছেন একটি নাটকে। নাজমুল রনি পরিচালিত নাটকটির নাম ‘মেডেল’। এটি রচনা করেছেন সাইফুর রহমান কাজল। রোমান্টিক – কমেডি ঘরানার গল্প নিয়ে নির্মিত এই নাটকে আরও অভিনয় করেছেন পীরজাদা হারুন, আবদুল্লাহ রানা, শেলী আহসান, জনি প্রমুখ। জানা গেছে, আগামী ভালোবাসা দিবসে একটি স্যাটেলাইট চ্যানেল ও ইউটিউব চ্যানেলে নাটকটি প্রচার হবে।
নতুন এই নাটকটি নিয়ে অপূর্ব বলেন, সাম্প্রতিক সময়ে এই নির্মাতার নির্দেশনায় ভালোবাসি তুমি আমি, ডায়েরির পাতা থেকে, লাভ রিঅ্যাক্ট নাটকে আমি অভিনয় করে বেশ সাড়া পেয়েছি। তিনি অনেক যত্ন নিয়ে কাজ করার চেষ্টা করেন। যে কারণে কষ্ট করে ভালোভাবেই তিনি কাজ শেষ করেন। আশা করছি মেডেল নাটকটিও আমার ভক্ত – দর্শকদের ভালো লাগবে।
আপনার মন্তব্য দিন