ছায়াছন্দ ডেস্ক : কলকাতার জনপ্রিয় অভিনেত্রী সংসদ সদস্য নুসরাত জাহান। সাংসদ হওয়ার পরপরই বেশ ঘটা করেই বিয়েটা সেরেছিলেন টলিউডের এই অভিনেত্রী। ভারতে নয়, তুরস্কে হয়েছিল ডেস্টিনেশন ওয়েডিং। কিন্তু ফাটল ধরেছে নুসরাত আর নিখিলের সেই দাম্পত্যে! নুসরাত ও তার স্বামী ব্যবসায়ী নিখিল জৈনের সংসার ভাঙার গুঞ্জন অবশেষে সত্যি হতে চলেছে। গত কয়েক মাস ধরে টালিউডে গুঞ্জন উড়ছে, সংসার ভাঙছে নিখিল-নুসরাতের। অভিনেতা যশ দাশগুপ্তর জন্য নাকি তাদের সংসারে বাজছে ভাঙনের সুর। এছাড়া আলাদাও থাকছেন নুসরাত-নিখিল।
তবে যশের সঙ্গে সম্পর্কে জড়ানো, একসঙ্গে রাজস্থানে আজমির শরিফে ছুটি কাটাতে যাওয়া- কোনো কিছু নিয়েই মুখ খোলেননি নিখিল। এমনকি সোশ্যাল মিডিয়ায়ও নুসরাত-বিরোধী কোনো পোস্ট দেখা যায়নি। বরং ১৪ ফেব্রুয়ারি ভালবাসা দিবসের দিনে আকারে ইঙ্গিতে বলেছিলেন, নুসরাত বদলে গেলেও তিনি একই রকম আছেন। কিন্তু কদিন না যেতেই পাঠালেন তালাকের নোটিশ।
তাহলে কি এই বিচ্ছেদ আরও গাঢ় করবে নুসরাত ও যশের সম্পর্কও? যশের সঙ্গেই কি নতুন অধ্যায় শুরু হবে নুসরাতের? এখন সেটাই দেখার অপেক্ষা।
আপনার মন্তব্য দিন