তুষার আদিত্য : সুন্দরী – গ্ল্যামারাস তরুণী সামান্তা শিমু। দেশীয় শোবিজের তরুণ প্রজন্মর মডেল – অভিনেত্রী তিনি। একাধারে কাজ করছেন বিজ্ঞাপনচিত্র, মিউজিক ভিডিও ও নাটকে। এই তিন মাধ্যমে কাজ করে ইতিমধ্যে আলোচনায় চলে এসেছেন সামান্তা শিমু। নিজের চলমান শোবিজ ক্যারিয়ার নিয়ে এই প্রতিবেদকের সঙ্গে কথা বলেছেন এই তরুণী উঠতি তারকা।
কথায় কথায় সামান্তা শিমু জানান, তিনি নরসিংদী শিল্পকলা একাডেমী থেকে দীর্ঘমমেয়াদী নাচের তালিম নিয়েছেন। শোবিজে তার কাজের সূচনা ২০১৭ সালে, মোবাইল অপারেটর কোম্পানি এয়ারটেলের একটি বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবে। পরের বাবা মারা যাওয়াতে শোবিজ ক্যারিয়ারে খুব বেশি মনোযোগ দিতে পারেননি তিনি। তবে ২০১৯ পুরোটাই ব্যস্ত ছিলেন অভিনয়ে। তিনি জানান, এই পর্যন্ত অর্ধ শতাধিক মিউজিক ভিডিও এবং এক ডজন বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন।
গেলো ২৬ সেপ্টেম্বর (শনিবার) সামান্তা শিমু অভিনীত ‘শিউলি ফোটার আগে’ নাটকটি বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হয়েছে। সম্প্রতি তিনি কক্সবাজারে শুটিং করে এসেছেন বন্ধন বিশ্বাস পরিচালিত ‘জাল’ শিরোনামের একটি ওয়েব সিরিজের। এছাড়াও প্রথমবারের মতো একটি সচেতনামূলক বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন বলে জানান সামান্তা। এটি নির্মাণ করেছেন আবু তৌহিদ। স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিটিভি’র যৌথ উদ্যোগে বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করা হয়েছে। এটি শুধুমাত্র বিটিভিতে প্রচারিত হবে বলে জানান সামান্তা শিমু।
উল্লিখিত কাজগুলোর আগে সময়ের আলোচিত এই উঠতি শোবিজ তারকা সামান্তা শিমু মডেল হয়েছেন সানমুন টেইলার্স, নন্দন পার্ক, মিতালী থ্রিপিস, সুরেশ সরিষার তেল, শরীফ মেলামাইন, ওয়াল্টন ফ্রিজের বিজ্ঞাপনচিত্রে। অন্যদিকে মিউজিক ভিডিওতে তাকে মডেল হিসেবে দুর্দান্ত পারফরমেন্স করতে দেখা গেছে কুমার বিশ্বজিৎ, কাজী শুভ, আরমান আলিফের গানে।
শোবিজে আসার কারণ সম্পর্কে সামান্তা শিমু বলেন, হঠাৎ করেই আমার মিডিয়ায় আগমন। শুরুতে শখ ছিল। কিন্তু শখটা এখন হয়ে গেছে পেশা। শুরুতে শখের বশে কাজ করার কারণে শোবিজ ক্যারিয়ার নিয়ে আমার তেমন ভাবনা কিম্বা পরিকল্পনা কোনটাই ছিল না। সত্যিই বলছি – শুরুতে আমি নিছক শখের বশেই কাজ করেছি। কিন্তু এখন অভিনয়টাই আমার ধ্যান জ্ঞান। নিজেকে তাই এখন থেকে পেশাদার অভিনেত্রী হিসেবে গড়ে তোলার কাজে মনোযোগী হয়েছি।
তিনি জানান, অভিনয়টাকেই এখন নিজের ক্যারিয়ার হিসেবে নিতে চান। আর তাই নাটকে সামান্তা শিমু নিয়মিত হতে চান। তিনি বলেন, আমার শোবিজ ক্যারিয়ারে মিউজিক ভিডিওতে বেশি করা হয়েছে। এখন আমি নাটকে অভিনয় বেশি করছি। এরইমধ্যে বেশ কয়েকটি নাটকে কাজ করেছি।
তার কাছে প্রশ্ন ছিল – তাহলে কি আপনি এখন পুরোদস্তুর অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চান ? এমন প্রশ্নের উত্তরে সামান্তা শিমু বলেন, নাটকে আমি চরিত্র নির্ভর শিল্পী হিসেবে নিয়মিত হতে চাই। তাই এখন আমি একজন অভিনেত্রী হিসেবে নিজেকে নাটকের জনপ্রিয় তারকা হিসেবে প্রতিষ্ঠার স্বপ্ন দেখছি। আর সেই লক্ষ্যেই ক্যারিয়ার প্ল্যানিং করে আমি চলতি সময়ে কাজ করে চলছি। আমার বিশ্বাস – নিজের মেধা প্রতিভা আর যোগ্যতার কল্যাণে ঠিকই আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছুতে সক্ষম হবো।
আপনার মন্তব্য দিন