
প্রসঙ্গত, ‘আয়নাবাজি’ চলচ্চিত্র নির্মাণের মধ্য দিয়ে পরিচালক হিসেবে প্রশংসিত হন অমিতাভ রেজা চৌধুরী। এবার অভিনয়ে নিজেকে যুক্ত করলেন। নির্মাতা রফিক শিকদার বলেন, আমার এই চলচ্চিত্রের নায়ক সিনেমা পাগল। তার আদর্শ অমিতাভ রেজা। সে স্বপ্ন দেখে, একদিন অমিতাভ রেজার মতো বড় পরিচালক হওয়ার। একটি টিভি সাক্ষাৎকারে সে অমিতাভের আসনে চলে যায়। কিন্তু সেসবই কল্পনায়। আসলে অমিতাভ রেজা নিজেই তার ভূমিকায় অভিনয় করবেন। অতিথি হলেও চরিত্রটি গুরুত্বপূর্ণ। সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করছেন শিপন মিত্র, তানভীর তনু। তাদের বিপরীতে দেখা যাবে হুমায়রা সুবাহকে। এছাড়াও অভিনয় করছেন—ওমর সানী, শাহনূর, সুচরিতা, শিবা সানু প্রমুখ। ছবিটি প্রযোজনা করছেন শামসুজ্জামান রিমন।
আপনার মন্তব্য দিন