
উল্লেখ্য, এরইমধ্যে বেশ দর্শকনন্দিত হয়েছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘ফ্যামিলি ক্রাইসিস’ নাটকটি। তারই ধারাবাহিকতায় এবার তিনি নির্মাণ করতে যাচ্ছেন নতুন ধারাবাহিক নাটক ‘হিট’। আগামী ১লা নভেম্বর থেকে এর শুটিং শুরু হবে। ‘হিট’ নাটকে থাকছেন একঝাঁক তারকা। হাসান মাসুদ ছাড়াও ধারাবাহিকটিতে আরও অভিনয় করবেন সাজু খাদেম, আশনা হাবিব ভাবনা, সুমাইয়া আনজুম মিথিলা, নীলাঞ্জনা নীল, মো. আবুবকর রোকন।
এছাড়া ‘ফ্যামিলি ক্রাইসিস’-এর কয়েকজন অভিনয়শিল্পী যোগ দেবেন ‘হিট’ নাটকে। তাদের মধ্যে উল্লেখযোগ্য মনিরা আক্তার মিঠু, মুকিত জাকারিয়া, সারিকা সাবাহ, নাজিমউদ্দিন রাজু, তানজিম হাসান অনিক। নাটকটি প্রচার হবে বাংলাভিশন চ্যানেলে। এছাড়া প্রতিটি পর্ব থাকবে ইউটিউবে সিনেমাওয়ালার চ্যানেলে।
আপনার মন্তব্য দিন