ছায়াছন্দ ডেস্ক : বলিউডের বড় প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস করোনাকালীন বেশকিছু সিনেমায় বড় তারকাদের দিয়ে চুক্তিবদ্ধ করিয়ে রেখেছে। এ তালিকায় বলিউড বাদশা শাহরুখ খানসহ রয়েছেন সালমান খান, অজয় দেবগণ এমনকি সঞ্জয়-হৃত্বিকদের মতো তারকারা। আরো একজন আছেন যার এখনো অভিষেক হয়নি। তবুও তিনটি ছবিতে তাকে চুক্তিবদ্ধ করা হয়েছে বলে জানা গেছে। তিনি হলেন ইতিমধ্যেই বলিউডে আলোচিত নাম মুক্তির অপেক্ষায় থাকা ‘বান্টি অউর বাবলি ২’ সিনেমার অভিনেত্রী শর্বরী। এ ছবি দিয়ে অভিষেক হচ্ছে তার। সিনেমা মুক্তি পাওয়ার আগেই বেশ বড় সুসংবাদ পেলেন নায়িকা। চুক্তিবদ্ধ হয়েছেন নতুন তিনটি সিনেমায়। ধারণা করা হচ্ছে, খুব অল্প সময়ের মধ্যেই সিনেমা তিনটির ব্যাপারে অফিশিয়ালি ঘোষণা জানাবে যশরাজ ফিল্মস। ফিল্মফেয়ার জানিয়েছে, যশরাজের সঙ্গে ইতিমধ্যে তিনটি সিনেমা নিয়ে চুক্তি সেরে ফেলেছেন নবাগতা শর্বরী। মুক্তির অপেক্ষায় থাকা ‘বান্টি অর বাবলি ২’ সিনেমায় তার অভিনয় মুগ্ধ করেছে আদিত্য চোপড়াকে। তিনি মনে করছেন, বলিউডে বেশ বুদ্ধিমতী একজন অভিনেত্রী হতে যাচ্ছেন শর্বরী। যার সৌন্দর্যও দর্শককে মুগ্ধ করবে।
শর্বরীর তিনটি ছবির মধ্যে তালিকায় থাকা তৃতীয় সিনেমাটি হচ্ছে বেশ বড় বাজেটের। সেখানে তার বিপরীতে হৃত্বিক রোশনকে দেখা যেতে পারে বলেও গুঞ্জন শোনা যাচ্ছে। জানা গেছে, এর আগে অভিষেকের সিনেমায় অভিনয় করার সময় বছর দুয়েক তিনি পরিচর্যার মধ্যে ছিলেন। প্রতিনিয়ত রিহার্সাল করেছেন। আদিত্য মনে করেন, তার পরিশ্রম এবং অধ্যাবসায়ের জন্যই নিজেকে সে সবার কাছে তুলে ধরতে পারবেন শর্বরী।
আপনার মন্তব্য দিন