ছায়াছন্দ প্রতিবেদক : রাজধানী ঢাকার মোহাম্মদপুরে থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সায়েম শাহীন ও তার পরিবার এগিয়ে করোনা দুর্যোগের শুরু থেকেই এগিয়ে এসেছেন মানবতার সেবায়। মহামারি করোনার কারণে দেশের অসংখ্য শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। নেই তাদের ঘরে খাবার। কিন্তু সমাজে কিছু ভালো মানুষ আছেন যারা এগিয়ে এসেছেন এসব অসহায়, ক্ষুধার্ত মানুষের পাশে। তাদের মধ্যে অন্যতম আবু সায়েম শাহীন ও তার পরিবার। মানবতার সেবায় তাদের নিরলস কর্মকান্ডই মনে করিয়ে দেয় একটি কথা ‘মানুষের জন্য মানুষ’।
করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকেই অসহায় মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আবু সায়েম শাহীন। এ পর্যন্ত তিনি ২০ হাজারের বেশি পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন। কর্মহীন হতদরিদ্র মানুষের জন্য খাবারের ব্যবস্থা করেছেন তিনি। শুধু ব্যবস্থা করেই থেমে থাকেননি, নিজেরাই সেই খাবার নিয়ে মানুষের ঘরে ঘরে যাচ্ছেন। স্বাস্থ্যবিধি অনুসরণ করে অসহায় মানুষের হাতে তুলে দিচ্ছেন খাদ্যসামগ্রী। ‘মানুষের পাশে মানুষ’ নামের একটি ফেসবুক গ্রুপের মাধ্যমে এই কার্যক্রম পরিচালনা করছেন বলেও জানান তিনি।
আবু সায়েম শাহীন বলেন, করোনা সংকটের শুরুতেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘মানুষের পাশে মানুষ’ নামে একটি ফেসবুক গ্রুপ খোলা হয়, সংকটাপন্ন মানুষকে সহায়তা করার জন্য। যাতে করে রাজধানী ঢাকাসহ দেশের যে কোনো প্রান্তে থাকা মানুষকে এই সহায়তার আওতায় আনা যায়। এই গ্রুপের মাধ্যমে মূলত বিভিন্ন স্থানে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ পাঠানো হচ্ছে।
এই আওয়ামী লীগ নেতা আরও বলেন, একটি স্ট্যাটাস দেই নিজের ফেসবুক টাইমলাইনে। যারা মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবার নিজেদের অসচ্ছল অবস্থান প্রকাশে সংকোচবোধ করছেন, তাদের জন্যে ফেসবুকে একটি গ্রুপ খুলেছি ‘মানুষের পাশে মানুষ’। এর মাধ্যমে পরিচয় গোপন রেখে সেবা করে চলেছি। শুরুতে মোহাম্মাদপুর এলাকা ছাড়াও মোহাম্মাদপুর সংলগ্ন ও আশপাশের এলাকাতে এই সহায়তা প্রদান শুরু করি। আত্মীয়স্বজন, পাড়া মহল্লার সহকর্মীদের নিয়ে কর্মহীন মানুষের বাড়িতে খাদ্য সহায়তা পৌঁছে দেই। এছাড়া প্রতিবেশি ও পরিচিত অনেকেই ফোন করে সহযোগিতার জন্য।
বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে আবু সায়েম শাহীন বলেন, আপনারাও প্রতিবেশী ও অসহায় মানুষের সহযোগিতায় হাত বাড়িয়ে দিন। দানে কখনো ধন কমে না। সৃষ্টিকর্তা বরকত বাড়িয়ে দেন। জয় হোক মানবতার। জয় হোক মানুষের পাশে মানুষের সহযোগিতার। এদিকে, খোঁজ নিয়ে জানা যায়, রাজধানীর মোহাম্মাদপুরে নিজ এলাকায় করোনার কারণে বেকার হয়ে পড়া, ছিন্নমূল, সুবিধাবঞ্চিত, ভবঘুরে, ভিক্ষুক ও সমাজের অন্যান্য স্তরের সংকটাপন্ন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশে দাঁড়ান মোহাম্মদপুরে থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী আবু সায়েম শাহীন ও তার পরিবার।
আপনার মন্তব্য দিন