ছায়াছন্দ প্রতিবেদক : ছোটপর্দার জনপ্রিয় অভিনয় শিল্পী আব্দুন নূর সজল ও সাদিয়া জাহান প্রভা সম্প্রতি জুটি বেঁধে আরেকটি নাটকে অভিনয় অভিনয় করলেন। যদিও তারা অভিনয় ক্যারিয়ারের বিভিন্ন সময় জুটিবদ্ধ হয়ে অনেক নাটকে অভিনয় করেছেন। এই জুটির অভিনীত অনেক নাটকই জনপ্রিয়তা পেয়েছে। সম্প্রতি সজল – প্রভা জুটি বেঁধে অভিনয় করেছেন আসন্ন ভালোবাসা দিবসের জন্য নির্মিত ‘প্রত্ননারী’ শিরোনামের একটি নাটকে। এটির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য করেছেন মুরাদ পারভেজ। নাটকটি পরিচালনা করেছেন এস এম এ পারভেজ। এতে আরও অভিনয় করেছেন সঞ্চিতা দত্ত, আল সামাদ রুবেল, সিয়াম, তাসনিম তাসফি, আল আমিন, কামরুল প্রমুখ।
এই নাটক প্রসঙ্গে সজল বলেন, সম্প্রতি মানিকগঞ্জের বেতিলা জমিদার বাড়ি সহ ওখানকার আশেপাশের মনোরম লোকেশনে নাটকটির দৃশ্য ধারণ সম্পন্ন হয়েছে। অনেক দিন পর প্রভার সাথে কাজ হয়েছে। নাটকের গল্পটি একটু অন্য রকম। আশা করি সবার ভালো লাগবে।
নির্মাতা সূত্রে জানা গেছে, আসন্ন ভালোবাসা দিবসে নাটকটি প্রচার হবে। সজল – প্রভা দুজনেই নিয়মিত নাটকে অভিনয় করছেন। অন্যদিকে সজল অভিনীত মুক্তির অপেক্ষায় আছে ‘জ্বীন’ ছবিটি। চলতি বছরই ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
আপনার মন্তব্য দিন