ছায়াছন্দ প্রতিবেদক : জনপ্রিয় কণ্ঠশিল্পী শিল্পী বিশ্বাসের গাওয়া “আমি যাবাে শশুর বাড়ি” শিরোনামের উৎসবমুখর বিষয়ভিত্তিক গানটি শ্রোতামহলে ব্যাপক সাড়া জাগিয়েছে। এই গানটির সঙ্গে আরটিভি স্টার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পারফরমেন্স করেছেন জনপ্রিয় টিভি তারকা সাবিলা নূর আরটিভি স্টার অ্যাওয়ার্ডে গানটি যখন পারফরমেন্স হচ্ছিল, তখন দর্শকরা বেশ এনজয় করেছেন এই গানটিতে। ইতিমধ্যে এই দারুন প্রশংসিত হয়েছে। গায়িকা শিল্পী বিশ্বাস জানান, গানটি খুব শীঘ্রি মিউজিক ভিডিও আকারে প্রকাশ হবে আরটিভি মিউজিক চ্যানেল থেকে।
আমি যাবাে শশুর বাড়ি গানটি প্রসঙ্গে কণ্ঠশিল্পী শিল্পী বিশ্বাস বলেন, একটি মেয়ের শশুর বাড়ি যাওয়ার সরল আকুতি নিয়ে এই গান। গানটি অত্যন্ত সহজ সরল একটি মন মাতানো গান। শ্রোতাদের মন ছুঁয়ে যাওয়া এই গানটি আমার ২০১৮ সালে গাওয়া। অত্যন্ত আনন্দমুখর ও নাচের গান এটি। যেকোন বিয়ের উৎসবে চমৎকার পারফরমেন্স করার মতাে গান এটি। স্টেজেও গানটি বাজলেই দর্শকরা বেশ আমার গানের দর্শক – ভক্তরা বেশ আনন্দ করেন। গানটি আরটিভি
চ্যানেলে থেকে শীঘ্রি মুক্তি পাবে।
গানটি নিয়ে আশাবাদ ব্যক্ত করে সুরেলা কণ্ঠের সুন্দরী গায়িকা শিল্পী বিশ্বাস আরও বলেন, আমি আশা করছি, গানটি আরটিভি থেকে পুরােপুরি মিউজিক ভিডিও আকারে প্রকাশ পাওয়ার পর দারুন সাড়া পড়বে। গানটি আগামীতে দেশজুড়ে গানপ্রেমী শ্রোতা – দর্শকদের কাছে পৌঁছে যাবে এটাই আমার বিশ্বাস।
শিল্পী বিশ্বাস জানান, গানটির সুর করেছেন আভরাল শাহির।
আপনার মন্তব্য দিন