ছায়াছন্দ প্রতিবেদক : দেশীয় শোবিজের জনপ্রিয় অভিনেত্রী অপর্ণা ঘোষ। নিজের অভিনয় প্রতিভায় দর্শকের মনে জায়গা করে নিয়ে জনপ্রিয়তার সঙ্গে অভিনয় চালিয়ে যাচ্ছেন চট্টলার মেয়ে অপর্ণা ঘোষ।
সুন্দরী এই গ্ল্যামার গার্ল দীর্ঘদিন ধরেই দেশীয় শোবিজ মিডিয়ার সঙ্গে জড়িত। বিজ্ঞাপনচিত্র ও টিভি নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও রয়েছে তার বিচরণ। আর অভিনেত্রী হিসেবে অপর্ণার ঝুলিতে রয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মতো রাষ্ট্রীয় সর্বোচ্চ পুরস্কার। এমন গুণী, জনপ্রিয় আর ব্যস্ত এই অভিনেত্রী এই করোনাকালীন ঠিক খুব কমই দাঁড়াচ্ছেন ক্যামেরার সামনে। করোনা ভয়ে তিনি এখন আর আগের মতো শুটিং স্পটে ছুটে বেড়ান না।
অপর্ণা জানান, গেলো মার্চ মাস থেকে যখন দেশে করোনার সংক্রমণ শুরু হয়, তখন থেকেই ঘরে অবস্থান নেন। গেলো মাস থেকে স্বাস্থ্যবিধি মেনে শুটিং শুরু হলেও কাজে খুব একটা যোগ দেননি তিনি। তিনি জানান এর মাঝে গেলো একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় শুরু করেছেন। করোনা ভাইরাস সংক্রমণের নিয়ে তৈরি হওয়া এই স্বল্পদৈর্ঘ চলচ্চিত্রটি নির্মাণ করছেন রেদওয়ান রনি।
এই কাজটি সম্পর্কে অপর্ণা বলেন, বেশ ঝুঁকির মধ্যেই এটির কাজ শুরু করেছি । গল্পটি আমার কাছে ভালো লেগেছে বলেই অভিনয় করছি। আমি মার্চ মাস থেকেই কাজে বিরত আছি। শুটিং তো বন্ধই ছিল। জুনে শুরু হলেও সেভাবে কাজ করিনি। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির গল্প বেশ ভালো বলে ক্যামেরার সামনে দাঁড়িয়েছি। এটি করোনা ভাইরাস কেন্দ্রিক গল্প। আশা করছি তথ্যবহুল চলচ্চিত্রটি দর্শকের ভালো লাগবে।
অপর্ণার কাছে প্রশ্ন ছিল – শুটিং স্পটে স্বাস্থ্যবিধি কতটুকু মানা হচ্ছে ? তিনি এর উত্তরে বলেন, স্বাস্থ্যবিধি তো মানা হচ্ছেই না। বরং অনেক ঝুঁকির মধ্যে কাজ করতে হচ্ছে আমাদের। এমন অবস্থায় প্রতি মুহূর্তে মুহূর্তে আতঙ্ক কাজ করছে। বিশেষ করে ইনডোর শুটিংয়ে বেশি ভয় পাচ্ছি। পূবাইলের আউটডোরে শুটিং হলে তো কিছুটা কম ঝুঁকি। ওখানে খোলামেলা পরিবেশে দূরে দূরে থাকা সম্ভব হয়। কিন্তু ঢাকার ভেতর শুটিং হাউজগুলোতে একসঙ্গে অনেক মানুষ। তবুও এর মধ্যে যতটা পারা যায় নিরাপদে থেকে কাজ করতে হচ্ছে সবাইকে।
তার ঈদ কেন্দ্রিক কাজের ব্যস্ততা নিয়ে অপর্ণা বলেন, এখনও সেভাবে কোনো নাটকে কাজ করছি না। সাগর জাহানের সাত পর্বের একটি ধারাবাহিকে অভিনয়ের কথা রয়েছে।
উল্লেখ্য, টিভি নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও সরব অপর্ণা। সবশেষ ফখরুল আরেফিন খানের পরিচালনায় ‘গণ্ডি’ ছবিতে অভিনয় করে প্রশংসিত হন তিনি। বর্তমানে হোসনে মোবারক রুমির পরিচালনায় অপর্ণা অভিনীত ‘অন্ত্যোষ্টিক্রিয়া’ ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে। অপর্ণা অভিনীত প্রথম চলচ্চিত্র ছিল মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’। এরপর ‘মৃত্তিকা মায়া’, ‘মেঘমল্লার’, ‘সুতপার ঠিকানা’, ‘দর্পণ বিসর্জন’ ও ‘ভুবন মাঝি’ চলচ্চিত্রে অভিনয় করেন। ২০১৩ ‘মৃত্তিকা মায়া’ ছবির জন্য শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।
আপনার মন্তব্য দিন