ছায়াছন্দ প্রতিবেদক : সকাল হলেই উজানপুর গ্রামের প্রতিটা ঘরে স্বামীরা সংসারের যাবতীয় কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। কারণ এই গ্রামের বেশির ভাগ বউ বিদেশে কর্মরত। স্ত্রী’র পাঠানো বিদেশী টাকায় কোন কোন স্বামী ইট কিনে রেখেছে দালান তুলবে বলে। কেউ আবার খুব দাম্ভিকতা নিয়ে চলে স্ত্রী বিদেশে কর্মরত বলে। সরকারের বেঁধে দেওয়া সঠিক নিয়মে বিদেশ গিয়ে যেমন কারও বউয়ের ভাগ্য খুলে যায়, তেমনি আবার অবৈধ পথে বিদেশ গিয়ে অনেক বউদের সহ্য করতে হয় অমানবিক নির্যাতন। উজানপুর গ্রামে আছে মানুষে মানুষে দ্বন্দ। আবার আছে আনন্দ। আছে কাছে না পাওয়ার বেদনা। আর সেই সাথে আছে স্বপ্ন পূরণের বাস্তবতা। এমনই গল্পে নির্মাতা ফরিদুল হাসান নির্মাণ করেছেন ধারাবাহিক ‘ফরেন ভিলেজ’।
নাট্যকার বরজাহান হোসেনের রচনায় নির্মিত এই নতুন ধারাবাহিকটি আগামী ৭ নভেম্বর থেকে সপ্তাহে দুই দিন (শনি ও রবিবার) রাত ৯:৪৫ মিনিটে বাংলা ভিশনে প্রচার শুরু হবে।
‘ফরেন ভিলেজ’ ধারাবাহিকটি নিয়ে নির্মাতা ফরিদুল হাসান বলেন, করোনা ভাইরাসের কারণে নাজুক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি আমরা। শত শঙ্কার মধ্যেও জীবন বয়ে চলছে। ধন্যবাদ জানাই বাংলা ভিশনকে ভালো গল্পের একটি দীর্ঘ ধারাবাহিক নির্মাণের সুযোগ করে দেওয়ার জন্য। আমার ধারাবাহিকগুলোতে বরাবরই চেষ্টা থাকে ব্যতিক্রম কিছু উপহার দেওয়ার এবারও তার ব্যতিক্রম হয়নি। করোনার মধ্যেও দর্শকদের আনন্দ বিনোদন দিয়ে মনকে স্বতঃস্ফূর্ত রাখতে আমার এই প্রয়াস। আশা করি সবাই ধারাবাহিকটি উপভোগ করবেন।
নাটকের অন্যতম প্রধান অভিনেত্রী অরুনা বিশ্বাস বলেন, বর্তমান সময়ের চলমান ধারার ধারাবাহিক থেকে ব্যতিক্রম গল্পের ‘ফরেন ভিলেজ’ ধারাবাহিকটি। আমরা প্রায়ই দর্শকদের কাছ থেকে অভিযোগ শুনি – ধারাবাহিক নাটকের ধারাবাহিকতা থাকে না। কিন্তু এই ধারাবাহিকটি দেখলে দর্শকরা এমন অভিযোগ করতে পারবেন না। এটি গল্পের ধারাবাহিকতা দিয়ে দর্শকদের মুগ্ধ করবে বলেই আমার বিশ্বাস।
এই ধারাবাহিকের প্রধান অভিনেতা জনপ্রিয় তারকা মীর সাব্বির বলেন, ধারাবাহিকটিতে বিদেশের যাওয়ার যে প্রতিবন্ধকতা রয়েছে, তা দর্শক দেখতে পারবেন। অন্যান্য ধারাবাহিক নাটকের বাইরে একেবারে আলাদা একটি কাজ হয়েছে। এর গল্পে বার্তা আছে। আশা করছি দর্শকদের ভালো লাগবে।
এই ধারাবাহিকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মীর সাব্বির, অরুনা বিশ্বাস, নাদিয়া আহমেদ, শারমিন জোহা শশী, ঊর্মিলা শ্রাবন্তী কর, সাজু খাদেম, জামিল হোসাইন, ডা: এজাজ, দিলারা জামান, আলভি, প্রাণ রায়, আব্দুল্লাহ রানা, মাহমুদুল ইসলাম মিঠু (বড়দা মিঠু), অলিউল হক রুমী, আরফান আহমেদ, ফারজানা রিক্তা, অ্যানি খান, আইরিন আফরোজ, পূর্ণিমা বৃষ্টি, হান্নান শেলী, পাভেল প্রমূখ।
আপনার মন্তব্য দিন