তুষার আদিত্য : তরুণ প্রজন্মের সুরেলা কন্ঠের সুন্দরী গায়িকা শারমিন সুলতানা উপমা চলমান করোনা পরিস্থিতিতেও তিনি দারুন আলোচিত নিজের প্রতিভার গুণে। গেলো ঈদে প্রকাশিত হয়েছে তার গাওয়া শ্রোতা ও দর্শকপ্রিয় গান “নীল খাম”। ঈদে মুক্তি পাওয়া অনেক গানের ভীড়ে শ্রোতানন্দিত হয়েছে উপমার এই মিউজিক ভিডিওটি। সম্প্রতি তিনি স্টেজ শো শুরু করেও দর্শক – শ্রোতাদের ভালোবাসায় সিক্ত হতে শুরু হয়েছেন। এর ওপর বর্তমানে তিনি ব্যস্ত সময় পার করছেন এক গুচ্ছ নতুন গানের কাজ নিয়ে। নিজের চলমান সঙ্গীত ক্যারিয়ার নিয়ে উপমা সেদিন কথা বলেন এই প্রতিবেদকের সঙ্গে।
এই প্রতিবেদকের সঙ্গে কথা বলতে গিয়ে চলতি সময়ের আশাজাগানিয়া কন্ঠশিল্পী শারমিন সুলতানা উপমা তার “নীল খাম” গানটি নিয়ে নতুন তথ্য জানান। তিনি জানান, রোমান্টিক ধাঁচের এই গানটি প্রকাশিত হয়েছে তার নিজস্ব ইউটিউব চ্যানেলে। সাইফুল ইসলাম শ্রাবণের কথায় “নীল খাম” গানটির সুর করেছেন জিয়াউদ্দিন আলম এবং মিউজিক করেছেন রাব্বি আরবি। উপমা জানান, সাম্প্রতিক সময়ে অসাধারণ সুন্দর এই মিউজিক ভিডিওটি ব্যাপক শ্রোতা – দর্শকপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে।
গানটি প্রসঙ্গে উপমা বলেন, নীল খাম সকলের হৃদয় ছুঁয়ে যাওয়া চমৎকার একটি গান। এটির সুর আর মিউজিক কম্পোজিশনে ভিন্নতা রয়েছে। আর গানের কথাও অনেক সুন্দর। ইতিমধ্যে এই গান নিয়ে আমি আমার গানের ভক্ত – শ্রোতাদের ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছি। সবাই গানটির প্রশংসা করছেন। আর শিল্পী হিসেবে আমি চেষ্টা করেছি যতোটা সম্ভব ভালো গাওয়ার। শ্রোতাদের ভালো লাগা আর ভালবাসার কল্যাণে এটি বিশাল সাফল্য পাওয়ায় আমি খুবই আনন্দিত। ভক্ত – শ্রোতা – দর্শকদের প্রতি তাই আমার অশেষ কৃতজ্ঞতা ও ভালোবাসা।
উপমা জানান, নীল খাম এর সাফল্যের পর তিনি এখন এক গুচ্ছ নতুন গান তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। তিনি জানান, চলতি সময়ের আলোচিত গীতিকার – সুরকার জিয়াউদ্দিন আলমের নতুন তিনটি মৌলিক গান করছেন তিন। গানগুলো হলো – যদি আসো তুমি, মনে মনে, প্রেমে পড়েছে মন। যদি আসো তুমি গানের কথা ও সুর জিয়াউদ্দিন আলমের। এই গানে উপমার সহশিল্পী শাওন গানওয়ালা। মনে মনে গানটির কথা জিয়াউদ্দিন আলমের। সুর ও সঙ্গীত পরিচালনায় প্রত্যয় খান। এটি প্রত্যয় খানের সঙ্গে উপমার ডুয়েট গান। প্রেমে পড়েছে মন গানটির কথা ও সুর শাহরিয়ার হাসানের। এই গানে উপমার সহশিল্পী শাহরিয়ার বাঁধন। উপমা জানান, প্রথম গানটি প্রকাশ পাবে জিসান মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে। পরের গান দুটির লেবেল যথাক্রমে এম আর বেস্ট মিডিয়া ও বি – মিউজিক স্টেশন। তিনি আরও জানান, জিসান মাল্টিমিডিয়ার সহযোগী প্রতিষ্ঠান জিসান ইসলামিক টিউন ইউটিউব চ্যানেলের জন্যে পাঁচটি মৌলিক ইসলামিক গান করছেন তিনি। এসব গানের বাইরে উপমা সম্প্রতি এফ এ সুমনের সঙ্গে গাওয়া ডুয়েট গান – আমার বুকে থেকো তুমি এর মিউজিক ভিডিওর শুটিং শেষ করেছেন।
নিজের নতুন গানগুলো প্রসঙ্গে সময়ের আলোচিত গায়িকা উপমা বলেন, প্রতিটি গান রোম্যান্টিক ধাঁচের। গানগুলোর কথা ও সুরে ভিন্নতা রয়েছে। এগুলো আমার গানের ভক্ত – শ্রোতা – দর্শকদের ভালো লাগবে বলে আশা রাখছি।
কথায় কথায় উপমা জানান, করোনা পরিস্থিতিতে অন্যদের মতো তিনিও ঘরবন্দী ছিলেন দীর্ঘ সময়। তখন স্টেজ শো বন্ধ থাকায় তার ভীষণ মন খারাপ ছিল। সম্প্রতি স্বাস্থ্য বিধি মেনে সীমিত আকারে স্টেজ শো চালু হওয়ায় তিনি দারুন আনন্দিত, বিশেষ করে আবার তিনি স্টেজে গান শুরু করতে পেরে অনেক খুশি। উপমা টানা নয় মাস পর গেলো ১৪ নভেম্বর স্টেজ শো করেন চট্টগ্রামের বাঁশখালীতে। স্টেজে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, এই করোনার কারণে আমরা শিল্পীরা দীর্ঘদিন স্টেজ শো থেকে দূরে ছিলাম। তখন স্টেজ শো করতে না পারলেও নিয়মিত টিভিতে লাইভ শো করছি। গেলো ঈদেও একাধিক টিভি চ্যানেলে মিউজিক্যাল লাইভ শো করেছি। কিন্তু স্টেজ শোর মজাই আলাদা। স্টেজে গান শুরু করতে পেরে সত্যিই অনেক ভালো লাগছে আমার। করোনা পরিস্থিতি লম্বা একটা সময় আমাদের শিল্পীদের স্টেজ থেকে দূরে রাখলেও আমাদের দমিয়ে দিতে পারেনি। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও স্টেজ শো’তে ব্যস্ত হয়ে ওঠার স্বপ্ন দেখছি। আমি মনে করি, মঞ্চ হলো একজন শিল্পীর আদর্শ জায়গা। এখানে শ্রোতা – দর্শকের প্রতিক্রিয়া সরাসরি পাওয়া যায়। তাছাড়া মঞ্চে গান করলে দিনে দিনে একজন শিল্পী আরও পরিপক্ব ও দক্ষ হয়ে ওঠে। তাই ধীরে ধীরে ছোট পরিসরে স্টেজ শোতে গাওয়া শুরু করে অনেক ভালো লাগছে
উপমা জানান, ছোটবেলা থেকেই গানের সঙ্গে তার সখ্য। আধুনিক গানের শিল্পী হলেও তিনি ক্লাসিক্যাল ও নজরুল সংগীত করতে পছন্দ করেন। উপমা এই প্রসঙ্গে বলেন, একজন শিল্পীর নিয়মিত ক্লাসিক্যাল চর্চা থাকলে সব ধরনের গানই তার পক্ষে গাওয়া সম্ভব। তাছাড়া বেসিক ঠিক না থাকলে কোন কিছুই স্থায়িত্ব পায় না। এজন্য আমি নিয়মিত ক্লাসিক্যাল চর্চা করি।
জানা যায়, জনপ্রিয় কন্ঠশিল্পী বেলাল খানের সঙ্গে ডুয়েট গান “শুধু তোর জন্য” শিরোনামের গানটি উপমার কণ্ঠে গাওয়া প্রকাশিত প্রথম গান। বেলাল খানের “আর একটি বার” অ্যালবামের “নাছোড়বান্দা” গানটিও দ্বৈতভাবে গেয়েছেন উপমা। তার মিউজিক ক্যারিয়ার বেশীদিনের না হলেও ইতিমধ্যে বেশ কিছু ভালো গান করেছেন তিনি। মূলত এই কারণেই নিজস্ব একটা ভক্তশ্রেনীও গড়ে উঠেছে উপমার। তার গায়কীতে যেমন স্বকীয়তা রয়েছে, তেমনি গতানুগতিক নয় তার গায়কী। তার গায়নশৈলী, সৌন্দর্য সবকিছু মিলিয়ে সহজেই এই প্রজন্মের অন্যান্য শিল্পীদের থেকে উপমা ভালো অবস্থানে আছেন।
তিনি জানান, গান গাওয়ার পাশাপাশি পড়াশোনাটাও চালিয়ে যাচ্ছেন নিয়মিত। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে ইংরেজী সাহিত্যে অনার্স শেষ করছেন এই সুরেলা গায়িকা।
পড়াশোনা নিয়মিত করা প্রসঙ্গে উপমা বলেন, শুধু গান করলেই হবে না, এর সঙ্গে শিক্ষাগত যোগ্যতাও অর্জন করতে হবে। গান করি ভালোবাসার তাগিদে। সংগীতকে পেশা হিসেবে নিতে গেলে অনেক পথ পার হতে হবে। তাছাড়া সস্তা কিছু করতে চাই না। ভালো গান করে ভালো শ্রোতা তৈরি করতে চাই। সৌন্দর্য আর কন্ঠশৈলীর সৌকর্যে দেশীয় সঙ্গীতের সুরলোকে উপমা নিজের অবস্থান সুদৃঢ় করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ বলে জানান।
আপনার মন্তব্য দিন