ছায়াছন্দ প্রতিবেদক : সাবেক জনপ্রিয় মডেল – অভিনেত্রী সারিকা আবার অভিনয়ে ফিরেছেন। জানা গেছে, দীর্ঘ ছয় মাস পর আবার তিনি অভিনয় করলেন। ওই সময়টা সারিকা অভিনয় থেকে আড়ালে ছিলেন। আসন্ন ঈদে নতুন একটি টেলিছবিতে নায়িকা হিসেবে দেখা মিলবে এই পর্দা কন্যার। টেলিছবিটির শিরোনাম ‘চুল তার কবেকার’। এটি রচনা ও পরিচালনা করছেন তুহিন হোসেন। সারিকা জানান, এর আগে এই নির্মতার সঙ্গে আরো দু’টি টেলিছবিতে কাজ করেছেন তিনি। এটি তাদের একসঙ্গে তৃতীয় কাজ। টেলিছবিতে সারিকার নায়ক চরিত্রে অভিনয় করেছেন মিশু সাব্বির।
টেলিছবিটির গল্প সম্পর্কে সারিকা জানান, ছোটবেলার বন্ধু মিশু ও সারিকা। একটা সময় তারা বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তীতে একটা চাকরির ইন্টারভিউতে মিশুর সঙ্গে আবার দেখা হয় সারিকার। দু’জনের বন্ধুত্বের সম্পর্কটা যখন প্রেমের দিকে মোড় নেয়, সারিকা তখন দেশ ছেড়ে যান। এদিকে তার অপেক্ষায় থাকেন মিশু। দীর্ঘ সময় পর সারিকা দেশে ফিরে আসেন। কিন্তু মিশুর সঙ্গে কোনো যোগাযোগ রাখতে চান না। সম্পর্কের এমন টানাপোড়েন নিয়ে চুল তার কবেকার টেলিছবিটির কাহিনী এগিয়ে যায়।
মিশু সাব্বির ও সারিকা ছাড়া এই টেলিছবিতে আরও অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, শিল্পী সরকার অপু, আজম খান প্রমুখ। ঈদের সপ্তমদিন রাত ৭টা ৪৫ মিনিটে এটি চ্যানেল আইতে প্রচার হবে বলে সারিকা জানিয়েছেন।
এই টেলিছবিতে অভিনয় প্রসঙ্গে সারিকা বলেন, টেলিছবির গল্পটি খুবই চমৎকার। এর আগেও এই নির্মাতার সঙ্গে আমার কাজ করা হয়েছে। বরাবরই পরিচালক তুহিন হোসেন নির্মাণে মুন্সিয়ানা দেখান।
জানা গেছে, টেলিছবির মধ্য দিয়ে দীর্ঘদিন পর সারিকা অভিনয়ে ফেরার আগে তার বিরুদ্ধে শুটিং ফাঁসানোর অভিযোগ এনেছিলেন প্রযোজক মোহাম্মদ বোরহান খান। নির্ধারিত সময়ের মধ্যে সেই অভিযোগের সদুত্তর না দেয়ায় সব ধরনের নাটক, মিউজিক ভিডিও এবং বিজ্ঞাপনচিত্রে অভিনয় করা থেকে তাকে ছয় মাস নিষিদ্ধ হয়েছিলেন সারিকা। তাকে নিষিদ্ধ করেছিল টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব)। সারিকার নিষেধাজ্ঞা কার্যকর হয় গেলো ১ আগস্ট থেকে। পরবর্তীতে অক্টোবরের মাঝামাঝি ডিরেক্টরস গিল্ড, অভিনয় শিল্পী সংঘ ও টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বরাবর তিনি ক্ষমা চেয়ে নিষেধাজ্ঞা বাতিলের জন্যে লিখিত আবেদন করেন। সেই আবেদন গ্রহণ করে টেলিপ্যাব। বিচার বিশ্লেষণ করে তারা গেলো ২৫ অক্টোবর সারিকার ছয় মাসের নিষেধাজ্ঞা তিন মাসে কমিয়ে আনে।
এরপর ৩ নভেম্বর ‘ব্রেকিং নিউজ’ শিরোনামের একটি নাটকের মধ্য দিয়ে সারিকা অভিনয়ে ফেরেন। কিন্ত এই নাটকের পর আবারও আড়ালে চলে যান তিনি। এবার সারিকা আড়াল ভেঙে আবার অভিনয়ে ফিরলেন।
আপনার মন্তব্য দিন