ছায়াছন্দ প্রতিবেদক : সাম্প্রতিক সময়ে টিভি নাটকের জনপ্রিয় তারকা অহনা ব্যাপকভাবে আলোচিত এবং সমালোচিত। এই আলোচনা ও সমালোচনা তার অভিনয় নিয়েই। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে নিজের অভিনয় প্রতিভার কল্যাণেই অহনা বর্তমান টিভি দর্শকদের কাছে তুমুল জনপ্রিয় ও আলোচিত। উল্টো দিকে নিজের নিজের সাম্প্রতিক একটি ওয়েব সিরিজের কারণে ব্যাপক সমালোচিত এই প্রতিভাময়ী অভিনয় তারকা।
সুন্দরী অভিনেত্রী অহনা লকডাউনের আগে থেকেই কাজ কম করছেন। বিশেষ করে চলতি বছরের শুরুতে ধারাবাহিক নাটকে কাজ না করার সিদ্ধান্ত নেন বলে তিনি জানান। এর বদলে খন্ড নাটক ও ওয়েব সিরিজের দিকে তিনি মনোযোগ দিয়েছেন অহনা। জানা গেছে, তার অভিনীত ওয়েব সিরিজ ‘সদর ঘাটের টাইগার’ নিযে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে সমালোচনার ঝড়। এই ওয়েবসিরিজের আপত্তিকর সংলাপ নিয়ে ফেসবুকেও সরব হয়েছেন অনেকে। অহনাকে নিয়েও চলছে সমালোচনা। অহনার কাছে এই বিষয়টি উপস্থাপন করলে তিনি বলেন, অনেকে গল্পে আমার চরিত্রটি না দেখেই ব্যক্তি অহনাকে পর্যালোচনা করছেন। এটা আমার কাছে মোটেও কাম্য নয়।
এই বিষয়ে অহনা আরও বিস্তারিত বলেন, আমি যে সংলাপটি বলেছি সেটি এই গল্পের চরিত্রের মেয়েটি বলেছে। এটি ব্যক্তি অহনা বলেনি ? এখানে আমাকে আলাদাভাবে দেখার কিছু নেই। তবে আমি স্বীকার করছি যে, আমার দর্শক – ভক্তরা আমাকে এভাবে দেখতে চাননি। যারা সমালোচনা করছেন, তাদের উদ্দেশ্যে আমার বিশেষ কিছু বলার নেই। কারণ আমরা এই ধরনের পরিবেশে বড় হইনি। তাই হয়তো তারাও এমন চরিত্র সহজভাবে নিচ্ছেন না। আমার পরিবারের সদস্যরাও বিষয়টি সহজভাবে নেয়নি। আসলে আমি একটু বেশিই চ্যালেঞ্জ নিয়ে ফেলেছিলাম। সেই চ্যালেঞ্জ থেকেই এই ওয়েব সিরিজে অভিনয় করেছিলাম। আমি আগামীতেও কিছু চ্যালেঞ্জিং কাজ করতে চাই।
অহনা জানান, গেলো ১লা জুন থেকে টিভি নাটকের শুটিং শুরু হলেই তিনি শুটিং করেছেন না। কিন্তু কেন করছেন না জানতে চাইলে তিনি বলেন, এখনো কাজ শুরু করিনি। চলতি মাসে শুটিং করার কোনো পরিকল্পনা নেই। ঈদের নাটকের জন্যও এখন পর্যন্ত কাউকে সিডিউল দেইনি। এই সময়ে নিরাপদ থাকাটাই উত্তম বলে মনে করছি। তাছাড়া শুধু নিজের কথা ভাবলেই চলবে না। আমার তো নিজের পরিবারকেও সুরক্ষিত রাখারও দায়িত্ব।
গ্ল্যামার গার্ল অহনা তাহলে এই করোনার সময়ে লম্বা অবসর কিভাবে কাটাচ্ছেন? তিনি বলেন, বাসায় নিজের পছন্দের ছবি দেখি। নামাজ পড়ি। আম্মুকে রান্নাবান্নায় সহযোগিতা করছি। এদিকে লকডাউন তুলে নেবার পর আমার বিউটি পার্লার চালু করেছি সীমিত সময়ের জন্য। সেদিকেও আমাকে সময় দিতে হচ্ছে।
আপনার মন্তব্য দিন