তুষার আদিত্য : দেশের জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার, ফ্যাশন হাউজ বিশ্বরঙ এর কর্ণধার ও সৌখিন কণ্ঠশিল্পী বিপ্লব সাহা সাম্প্রতিক সময়ে গানে গানে দারুন সময় পার করছেন। অর্থাৎ তার কণ্ঠশিল্পী পরিচয়টাও যেনো বেশ ভারী হয়ে ওঠছে। এভাবে চলতে থাকলে একটা সময় বিপ্লব সাহা হয়তো তার গায়কী দিয়ে নিজের ফ্যাশন ডিজাইনার পরিচিতিকেও ছাপিয়ে যাবেন। তার ভক্ত – শুভাকাঙ্ক্ষী আর সুহৃদরা কিন্তু তাই মনে করছেন।
আর শখের বসেই গান করে ক্রমশঃ আলোচিত হয়ে ওঠা সৌখিন শিল্পী বিপ্লব সাহা এবার কণ্ঠশিল্পী ঐশীর সঙ্গে গান গেয়েছেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই গায়িকার সঙ্গে এবার বিপ্লব সাহা গাইলেন ভিন্ন রকম একটি গান। এটির শিরোনাম ‘মনে লয় আবার সেই’।
বিপ্লব সাহা এই প্রতিবেদককে জানান, জীবন ফারুকীর কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা। অডিওর পর গানটির ভিডিও নির্মাণও হয়ে গেছে। আসছে পহেলা বৈশাখ উপলক্ষে এটি প্রকাশ করা হবে।
জানা যায়, বিশেষ এই গানটির ভিন্ন রকমের ফ্যাশন মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন জনপ্রিয় মডেল – অভিনয়শিল্পী সাদিয়া ইসলাম মৌ, নিরব’সহ প্রায় ২০০ জন নৃত্যশিল্পী ও র্যাম্প মডেল। গাজীপুরের একটি মনোরম লোকেশনে ব্যয়বহুল সেট নির্মাণ করে মিউজিক ভিডিওটির চিত্রায়ণ সম্পন্ন হয়েছে।
বিপ্লব সাহার সঙ্গে এই ডুয়েট গানটি গেয়ে ভীষণ উচ্ছ্বসিত ঐশী। তিনি বলেন, সত্যি বলতে এই গানটির কথার মাঝেই হারিয়ে যাওয়ার, অনেক কিছু ফিরে পাওয়ার আবদার আছে। গানটির প্রতিটি লাইনে, প্রত্যেকটি শব্দে অনেক রকমের স্মৃতিচারণা আছে। আমার বিশ্বাস সব শ্রেণীর শ্রোতা – দর্শকের ভালো লাগবে।
এই প্রসঙ্গে বিপ্লব সাহা বলেন, সব সৃষ্টিশীল কাজই ঈশ্বরের ইশারাতে হয়। এই গানটির ক্ষেত্রেও আমি তাই বলবো। আমি শখের বসেই গান করি। তবে এই গানটি গাইতে গিয়ে অন্যরকম এক ঘোরের মধ্যে হারিয়ে গিয়েছিলাম। দারুণ লেগেছে গানটি গাইতে।
একই প্রসঙ্গে তিনি আরও যোগ করেন, অডিওর পাশাপাশি এই গানটির ভিডিওটা একদম মনে রাখার মতো হয়েছে। মিউজিক ভিডিওটি প্রকাশের পর সবাই এটি দেখলেই সেটা বুঝতে পারবেন। সবাইকে এটি দেখার আমন্ত্রণ রইলো।
বিপ্লব সাহা জানান, ১৯ মার্চ (শুক্রবার) ঢাকার যমুনা ফিউচার পার্কে বিশ্বরঙ এর শোরুমে মিউজিক ভিডিওটির প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়েছে। মিউজিক ভিডিওটি প্রকাশ পাবে বিশ্বরঙ এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।
আপনার মন্তব্য দিন