
ম্যাডোনার এই সফরে তার পাঁচ সন্তানও ছিল। আরও ছিলেন ম্যাডোনার ব্যক্তিগত ফটোগ্রাফার রিচার্ডো গোমেজ। ম্যাডোনা ডিসেম্বরে লস অ্যাঞ্জেলস থেকে লন্ডনে গিয়েছেন। এরপর ডিসেম্বরের শেষের দিকে মালাউই গিয়েছেন। পথে বিরতি নিয়েছেন মিশরে। এক সপ্তাহ মালাউই থাকার পর তারা দেখা করেছেন প্রেসিডেন্ট লাজারুস চাকওয়েরার সঙ্গে। স্থানীয়দের সঙ্গে দেখা করেছেন, গিয়েছেন একটি হাসপাতালেও। সেখান থেকে গিয়েছেন কেনিয়া। এরপর ফিরে এসেছেন লস অ্যাঞ্জেলসে।
আপনার মন্তব্য দিন