ছায়াছন্দ প্রতিবেদক : জনপ্রিয় অভিনেতা মুকিত জাকারিয়া এবং অভিনেত্রী নুসরাত জান্নাত রুহী, সামিনা বাশার ও যুথী শীঘ্রি টিভি পর্দায় আসছেন ‘কর্পোরেট গার্লস’ নামের একটি একক নাটক নিয়ে। ক্রাউন এন্টারটেইনমেন্ট প্রযোজিত এই নাটকটি রচনা ও পরিচালনা করেছেন অনিক বিশ্বাস। চিত্রগ্রহণ করেছেন ইসমাইল হোসেন লিটন।
এই নাটকের গল্পে দেখা যাবে, মাইনুল নামের এক লোক এই শহরে এক ধরনের ব্যবসা করে। তার কাজ হলো শহরের বিভিন্ন ধরনের কর্পোরেট সেক্টর থেকে শুরু করে নানান ব্যবসায়িক মিটিংগুলোতে সুন্দরী মেয়ে উপস্থিত করা। তেমনি এখানে তিনটি মেয়ে আছে যারা হলেন রুহী, আলিয়া ও নিলু। এরা টাকার বিনিময়ে কেবল এইসব মিটিংগুলোতে এটেন্ড করে এবং মোটা টাকা নেয়। তাদের একত্রে ‘কর্পোরেট গার্লস’ বলা হয়। তাদের এই কর্পোরেট গার্লস হয়ে ওঠার পেছনে আসেলে একটি করে গল্প থাকে, যা সমাজের মানুষ জানে না। তবু তারা এগিয়ে যায় মানুষের হয়ে পুতুলের মত কথা শোনার। মূলত এদের নানা ধরনের ঘটনা নিয়ে নাটকের গল্প গড়ে উঠেছে।
নির্মাতা সূত্রে জানা গেছে, নাটকটি খুব শীঘ্রি চ্যানেল নাইনে প্রচার হবে।
আপনার মন্তব্য দিন