ছায়াছন্দ প্রতিবেদক : গেলো ভালোবাসা দিবস উপলক্ষ্যে প্রকাশিত গান “যদি তুমি আসো” গানের সাফল্যে এখন দারুন আলোচিত তরুণ প্রজন্মের গায়িকা শারমিন সুলতানা উপমা। ভালোবাসা দিবসের ওই নতুন গানের লিরিক্যাল ভিডিও “যদি আসো তুমি” তার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।
নিজের ভালোবাসা দিবসের এই গানের সাফল্যের পর সম্প্রতি নতুন একটি গানের রেকর্ডিং সম্পন্ন করলেন উপমা। এই প্রসঙ্গে উপমা বলেন, অনেক দিন পর নতুন এই গানের ভয়েজ দিলাম। খুবই সুন্দর একটি রোমান্টিক গান। গানের শিরোনাম “পাগল মন’’।
উপমা জানান, এই প্রথম তিনি ডুয়েট গানে কন্ঠ দিয়েছেন জনপ্রিয় কন্ঠ শিল্পী কাজী শুভ’র সঙ্গে। গানটির গীতিকার ও সুরকার জিয়াউদ্দিন আলম। সংগীতায়োজন করেছেন রোহান রাজ। উপমা জানান, আগামী ঈদে গানটি তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিওসহ প্রকাশ পাবে।
নতুন এই গান নিয়ে বরাবরের মতোই আশাবাদী সুন্দরী গায়িকা শারমিন সুলতানা উপমা। তিনি বলেন, একটু সময় নিয়ে ও গুছিয়ে সংগীত পিপাসুদের জন্যে দারুন একটি গান করলাম। এটি সবার ভালো লাগবে বলেই আমার বিশ্বাস।
আপনার মন্তব্য দিন