ছায়াছন্দ ডেস্ক : সম্প্রতি সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিজন্দরের জন্মদিনে শুভেচ্ছা জানান ভারতীয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কীর্তি সুরেশ।সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করেন এই অভিনেত্রী। মূলত, এরপর থেকেই তাদের ঘিরে গুঞ্জন শুরু হয়। গুঞ্জন উঠেছে, অনিরুদ্ধকে বিয়ে করছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী অভিনেত্রী কীর্তি। অনেকদিন থেকেই নাকি ডুবে ডুবে জল খাচ্ছেন তারা। এখন তাদের সম্পর্কটা পরবর্তী ধাপে নিতে চাইছেন। তবে কীর্তির বিয়ে নিয়ে গুঞ্জন এবারই প্রথম নয়। এর আগে গুঞ্জন ওঠে, এক ব্যবসায়ীকে বিয়ে করছেন এই অভিনেত্রী। যদিও এই গুঞ্জন অস্বীকার করেন কীর্তি। কীর্তির বাবা সুরেশ কুমার অবশ্য এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন । তিনি জানান, এই খবরের কোনো সত্যতা নেই। বর্তমানে সিনেমার কাজ নিয়েই ব্যস্ত তার মেয়ে। এই মুহূর্তে কীর্তির বিয়ে তো দূরের কথা প্রেমও করছেন না তিনি।
প্রসঙ্গত, কীর্তি সুরেশ অভিনীত ‘পেঙ্গুইন’ ও ‘মিস ইন্ডিয়া’ সিনেমা দুটি মুক্তি পায়। বর্তমানে তার ঝুলিতে বেশ কয়েকটি সিনেমা রয়েছে। সিনেমাগুলো হলো: ‘গুড লাক সখী’, ‘রাঙ দে’, ‘বাঁশি’, ‘আনাত্তে’, ‘সারকারু বারি পাতা’ ইত্যাদি। ভারতীয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় এই অভিনেত্রী রুপালি পর্দায় অভিনয় গুণে অল্প সময়েই কোটি কোটি ভক্তের মনে জায়গা করে নিয়েছেন।
আপনার মন্তব্য দিন