ছায়াছন্দ প্রতিবেদক : দেশীয় শোবিজ জগতের নতুন প্রতিভা সামিনা বাশার। পরিশ্রমী ও একজন স্বপ্নবাজ এই অভিনেত্রী ইতিমধ্যে নিজের শৈল্পিক গুণাবলীর সুবাদে নিজেকে তৈরি করে নিয়েছেন আগামীর তারকা হিসেবে। নিউ ট্যালেন্ট গ্ল্যামার গার্ল সামিনা বাশার শোবিজের ঝলমলে ভুবনে ধীর ধীরে নিজেকে তারকার কাতারে নিয়ে যাচ্ছেন। সুন্দরী, শিক্ষিতা আর স্মার্ট মেয়ে সামিনা বাশার শোবিজে আসার আগে পড়াশোনা করেছেন ভারতের চণ্ডিগড় ইউনিভার্সিটিতে। সেখান থেকে বিবিএ কমপ্লিট করে এসেছেন হাস্যোজ্জ্বল এই তরুণী। আর শোবিজ মিডিয়ায় সাম্প্রতিক কিছু কাজের সুবাদে এই সুদর্শনা এখন আগামীর তারকা হিসেবে নির্মাতা – দর্শকদের কাছে বিবেচিত হচ্ছেন।
এই প্রতিবেদকের সঙ্গে কথা বলতে গিয়ে সামিনা বাশার বলেন, ছোটবেলা থেকেই আমি স্বপ্ন দেখতাম শোবিজ তারকা হওয়ার। নিজের স্বপ্ন পূরণেই আমার বর্তমান ছুটে চলা। তিনি জানান, ইটিমধ্যে স্বপ্ন পূরণের সুযোগও পেয়েছেন তিনি। বি ইউ শুভ পরিচালিত ‘প্রেম ও পরীর গল্প’ নামের একটি নাটকে প্রথম অভিনয়ের মাধ্যমে তার শোবিজ আগমন। এরপর বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন তিনি। কাজে নেমেই সামিনা এখন পর্যন্ত ৯টি একক নাটক ও ২টি ধারাবাহিক নাটকে নায়িকা চরিত্রে অভিনয় করেছেন।
সামিনা বাশার মনে করেন – নিজের মেধা – প্রতিভার সঙ্গে রূপ আর গ্ল্যামারের সমন্বয়ে এখন শুধু তার সামনে এগিয়ে যাওয়ার সময়। ইতিমধ্যে নিজের রূপ – সৌন্দর্য আর ফিগার দিয়ে তিনি নজর কেড়েছেন নির্মাতাদের। তাইতে সম্প্রতি তার হাতে এসেছে বেশ কিছু কাজ।
সামিনা বাশার জানান, সম্প্রতি তিনি অভিনয় করেছেন নির্মাতা সোহেল তালুকদারের ‘সরল পাত্র চাই’ ও ‘ভ্যাজাইলা গ্রাম’ নামের দুটি টিভি সিরিয়ালে। ‘সরল পাত্র চাই’ সামিনা অভিনীত প্রথম ধারাবাহিক। এছাড়াও সৌমিত্র ঘোষ ইমন পরিচালিত ‘সার্চ টেলিভিশন’ নামের একটি বিজ্ঞাপনচিত্রে মডেলিং করেছেন কয়দিন আগে। অচিরেই এটি বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার শুরু হবে বলে জানান তিনি।
অন্যদিকে, সামিনা বাশার দেশীয় চলচ্চিত্রের নায়িকা হিসেবে চলতি বছরেই আত্মপ্রকাশ করে এখন তিনি অভিষেক ঘটার অপেক্ষায় রয়েছেন। তার অভিনীত প্রথম ছবি ‘অপারেশন সুন্দরবন’ মুক্তির অপেক্ষায় রয়েছে। আরও কিছু ছবিতে তার অভিনয়ের বিষয়ে কথাবার্তা চলছে বলে জানান। আর চলতি সময়ে আরও বেশ কিছু নাটকে অভিনয় করবেন বলে সামিনা বাশার জানান। কথা প্রসঙ্গে এই আগুয়ান তারকা বলেন, কাজের ক্ষেত্রে আমি চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যেতে চাই। সময়ের সঙ্গে তাল রেখে আমি ওয়েব সিরিজ কিংবা যে কোন ডিজিটাল প্লাটফর্মের যেকোন মাধ্যমে নিজেকে মেলে ধরতে চাই। তবে সেখানে অভিনয়ের সুযোগ থাকে – এমন চরিত্র আমি আশা করছি নির্মাতাদের কাছ থেকে। সত্যিই বলছি – নায়িকা খ্যাতি নয়, একজন সুঅভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার স্বপ্ন নিয়ে আমি ছুটে চলছি পেশাগত কাজ নিয়ে।
সামিনা বাশার আরও বলেন, অভিনয়ের প্রতি ভালোবাসা ছোটবেলা থেকেই। অভিনয়ের জন্য শৈশবেই নাচ শিখেছি। আমি চলচ্চিত্রের পাশাপাশি নাটকে নিয়মিত অভিনয়করতে চাই। নিজের সহজাত অভিনয় প্রতিভার কল্যাণে শোবিজ মিডিয়ায় নিজেকে একজন গুণী অভিনেত্রী হিসেবে দেখতে চাই। সেই লক্ষ্যেই অভিনয়ে আমার নিরন্তর ছুটে চলা।
আপনার মন্তব্য দিন