ছায়াছন্দ প্রতিবেদক : অনেকের মতো করোনার এই অস্বাভাবিক সময়ে বিয়ে করলেন দেশীয় চলচ্চিত্রের চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। শুধু কি তাই! বিয়ে করে বউ ঘরেও তুলেছেন বলে দাবি করেছে বাপ্পির ঘনিষ্ঠ একটি সূত্র। সাম্প্রতিক সময়ে আরও কয়েকজনের মতো বৈশ্বিক মহামারী করোনার এই অস্বাভাবিক সময়ে তার বিয়ে করাটা কেউ কেউ অবশ্য বাঁকা চোখে দেখছেন। হয়তো করোনার কারণে ঢাকঢোল পিটিয়ে নয়, বরং চুপিসারে বিয়ের কাজটি সেরেছেন তিনি।
শোনা যাচ্ছে, করোনাকালে বাপ্পির কোনো কাজ না থাকায় বাসায় স্ত্রীর সঙ্গে সময় কাটাচ্ছেন এখন। ওই সূত্রমতে, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে মধুচন্দ্রিমায় যাওয়ার পরিকল্পনা করেছেন এই নায়ক। তার স্ত্রীর নাম জানা না গেলেও শুধু এটুকু জানা গেছে যে, বাপ্পি তাকে ভালোবেসে ‘তুষার কন্যা’ বলে ডাকেন। বিয়ের গুঞ্জনের সত্যতা জানতে বাপ্পির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মুখে কুলুপ এঁটেছেন। তিনি গণমাধ্যমকে বলেন, এই বিষয়ে আমি কিছুই বলতে চাচ্ছি না।
জানা গেছে, দীর্ঘ দিন লুকিয়ে প্রেম করেছেন বাপ্পি চৌধুরী। ইতিপূর্বে রাজধানীর হাতিরঝিলসহ বিভিন্ন স্থানে প্রেমিকাকে নিয়ে ঘুরতে দেখা গেছে তাকে। তখন এই বিষয়ে জানতে চাইলে হেসে উড়িয়ে দিয়েন তিনি। এছাড়া এর আগে জনপ্রিয় এক চিত্রনায়িকার সঙ্গে বাপ্পির বিয়ের গুঞ্জন উঠেছিল। কিন্তু সেটা গুঞ্জনই রয়ে গেছে। শোবিজ তারকাদের নিয়ে প্রেম, বিয়েসহ নানা গুঞ্জন থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু বাপ্পির বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসা এখন সময়ের ব্যাপার মাত্র। যদিও তিনি নিজে থেকে এখনও কিছু বলছেন না।
শোনা যাচ্ছে, স্ত্রীর হাতের রান্না খেয়ে বাপ্পি ফিদা হয়ে গেছেন। বন্ধু মহলে স্ত্রীর রান্নার বেশ প্রশংসা করেছেন। এদিকে বাপ্পি অভিনীত বেশ কয়েকটি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় রয়েছে বলে জানা গেছে।
আপনার মন্তব্য দিন