ছায়াছন্দ প্রতিবেদক : জনপ্রিয় ও গ্ল্যামারাস অভিনেত্রী মেহজাবিন চৌধুরী ইদানিং নানা রকম চরিত্রে কাজ করছেন। নিজেকে সত্যিকারের একজন অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যেই তিনি বিভিন্ন ধরণের চরিত্রে কাজ করার চেস্টা করছেন। সেক্ষেত্রে গ্ল্যামারবিহীন চরিত্রেও তাকে দেখা যাচ্ছে। এজন্য তিনি প্রশংসিতও হচ্ছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় মেহজাবিনের একটি স্থিরচিত্র। এতে দেখা যায় ‘পান সুপারি’ বিক্রি করছেন এই অভিনেত্রী। ফেসবুকে মেহজাবিন ছবিটি পোস্ট করার পর পরই সবার মধ্যে দারুণ সাড়া ফেলে। এটি ছিলো নির্মাতা রুবেল হাসানের একটি নাটকের স্থিরচিত্র। এবার এই গ্ল্যামারকন্যা ক্যামেরার সামনে দাঁড়ান ‘শিল্পী’- শিরোনামের একটি নাটকের জন্য। এর নাম ভূমিকায় রয়েছেন তিনি। নাটকে দেখা যাবে রাস্তা-ঘাটের বিভিন্ন জায়গায় তিনি গান গেয়ে বেড়াচ্ছেন! এতে আরো অভিনয় করছেন আফরান নিশো। এটির নির্মাতা মহিদুল মহিম। এমনিভাবে মেহজাবিন কখনো পাগলি রূপে, কখনো চা বিক্রেতা আবার কখনো স্থূলকায় নারীর চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিচ্ছেন সবাইকে। মেহজাবিন জানান, আমি এখন নাটক নিয়েই ব্যস্ত আছি। আগামী ভালোবাসা দিবস পর্যন্ত নাটকের কাজ নিয়েই ব্যস্ত থাকবো। এর বাইরে কাজ করার শিডিউল নেই। এদিকে চলতি মাসে তার ওয়েব প্ল্যাটফরমের জন্য একটি কাজ করার কথা ছিল। কিন্তু সেটি হচ্ছে না বলে জানান। বিষয়টি নিয়ে তিনি বলেন, যে কাজটি করার কথা ছিল সেটি এখন হচ্ছে না। কবে শুরু হবে তাও জানি না।
এদিকে, চরিত্র নির্বাচনে দারুণ মনোযোগী মেহজাবিন। তার ভাষ্য, আমি দর্শকদের হতাশ করতে চাই না। তাই চরিত্রকে বিশেষ গুরুত্ব দিচ্ছি। নতুন নতুন চরিত্র নিয়ে দর্শকদের সামনে আসছি। নতুন সব চরিত্রে কাজ করতে গিয়ে দারুণ অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছেন বলেও জানালেন মেহজাবিন। তিনি বলেন, পান-সুপারি বিক্রির চরিত্রটা করার সময় এমন কয়েকজনের সঙ্গে কথা বলেছি যারা পান-সুপারি বিক্রি করে দু’বেলা খেয়ে কোনো মতে জীবন ধারণ করেই খুশি। অথচ আমাদের সমাজে এর বিপরীত কতো মানুষ দেখতে পাই। অনেক অর্থের মালিক হয়েও সুখী হতে পারছে না। করোনার এই সময়ে সর্বোচ্চ সতর্ক থেকে কাজ করছেন বলে জানান তিনি। শুটিং ইউনিটও সচেতন থাকছে। তবু তিনি সবাইকে মাস্ক পরে নিজেকে সুরক্ষিত রেখে কাজ করার অনুরোধ জানান।
আপনার মন্তব্য দিন