তুষার আদিত্য : দেশের বিশিষ্ট রন্ধনশিল্পী রুকসানা পারভীন ইদানিং মডেল হিসেবেও বেশ পরিচিতি পেয়ে যাচ্ছেন। বিভিন্ন সম্মানজনক রান্না বিষয়ক প্রতিযোগিতায় অসংখ্য পুরস্কার জয়ী এই গুণী নারী সম্প্রতি মডেল হয়েছেন ইস্পাহানি মির্জাপুর চায়ের বিজ্ঞাপনচিত্রে। ইতিমধ্যে বিজ্ঞাপচিত্রটি প্রচার শুরু হয়ে গেছে বলেন জানান রুকসানা পারভীন।
তিনি ইস্পাহানি মির্জাপুর চায়ের এই বিজ্ঞাপনচিত্রটি সম্পর্কে বলেন, এটি পরিচালনা করেছেন হাসান মোরশেদ। এটির সহকারী পরিচালক আনিসুর রহমান পিয়াস আমার পরিচিত। মূলত ওর মাধ্যমেই এই বিজ্ঞাপনচিত্রে আমার মডেল হওয়া। এতে তটিনী, তুহিন, তূর্য সহ আরও কয়েকজন আমার সহমডেল রয়েছে।
রুকসানা পারভীন জানান, এই বিজ্ঞাপনচিত্রের আগেও বেশ কয়েকটি বিজ্ঞাপনচিত্রে তিনি মডেল হয়েছেন। এগুলোর মধ্যে উল্লেখ্যযোগ্য হলো, আরএকে পেন্টস, রূপচাঁদা সয়াবিন তেলসহ বিভিন্ন এনজিওর বিভিন্ন সচেতনতামূলক বিজ্ঞাপনচিত্র। এছাড়াও তিনি বিভিন্ন টিভি চ্যানেলে নিয়মিত রান্নার অনুষ্ঠান করেন।
বিজ্ঞাপনচিত্রে মডেলিং করা প্রসঙ্গে দেশের এই বিশিষ্ট রন্ধনশিল্পী বলেন, মডেলিং করাটা আমি খুব উপভোগ করি। আসলে বিভিন্ন টিভি চ্যানেলে রান্নার অনুষ্ঠান করতে করতেই মডেলিংয়ের ওপর আগ্রহ জন্মেছিল। সেই আগ্রহ থেকেই আমার মডেল হওয়া। তাছাড়া বিজ্ঞাপনচিত্রের মডেল হওয়ার মাধ্যমে ভালো একটা পরিচিতিও তৈরি হয়, এটাও আমার ভালো লাগে। তাই তো মডেলিং করা। ইচ্ছে আছে আগামীতে নাটক – টেলিফিল্মে অভিনয় করার। হয়তো মডেলিংয়ের সূত্র ধরেই আমার অভিনয়ে অভিষেক ঘটবে। আর ইস্পাহানি মির্জাপুর চায়ের বিজ্ঞাপনচিত্রটি প্রচার শুরু হওয়ার বেশ ভালো প্রতিক্রিয়া পাচ্ছি পরিচিতজনদের কাছ থেকে। তাদের ভালোবাসা আমাকে অভিনয়ে আসার অনুপ্রেরণা যোগাচ্ছে।
আপনার মন্তব্য দিন