ছায়াছন্দ প্রতিবেদক : সদ্য কলকাতা প্রবাসী হওয়া বাংলাদেশী মডেল – অভিনেত্রী ও সংগীতশিল্পী মিথিলার একটা ছবি হঠাৎ করেই ফেসবুকের দুনিয়ায় ভাইরাল হয়েছে। জানা গেছে, বিয়ের পর এই প্রথম সীমানা পেরিয়ে শ্বশুরবাড়ি ভারতের কলকাতায় গিয়ে সংসার পেতেছেন মিথিলা। মিথিলার ভাষায় – ভালোবাসার টানে একরকম ‘যুদ্ধ’ করে তাকে পৌঁছাতে হয়েছে নতুন জীবনসঙ্গী কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জির কাছে। আর সেখান থেকেই আলোচিত এই ছবিটা পোস্ট করেছেন মিথিলা।
ছবিতে সুন্দরী মিথিলার পরনে নীল শাড়ি। তাতে বেগুনি, সাদা জরির পাড়। অনেকটা রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসের নায়িকার মতো লাগছে তাকে। কিন্তু ক্যাপশনে আবার জীবনানন্দ দাশের কবিতা, ‘সব পাখি ঘরে আসে, সব নদী—ফুরায় এ জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন।’
জানা গেছে, এই ছবির নিচে ইতিমধ্যে লাইক এর সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে। মন্তব্য হয়েছে ১২ হাজারেরও বেশি। শেয়ারও হয়েছে এক হাজারের উপরে। বলা যায়, সব মিলিয়ে সাড়া জাগানো ছবিটি দেশীয় বিনোদন অঙ্গনের অন্যতম আলোচ্য বিষয়। ছবিটির বিষয়ে মিথিলা দেশীয় গণমাধ্যমকে বলেন, আসলে ছবিটি তোলা ঢাকায়। কলকাতায় আসার আগে বেশ কিছু ফটোশুট করেছিলাম। আর জীবনানন্দ দাশ আমার প্রিয় কবি। ছবিটার সঙ্গে ক্যাপশনটা কল্পনা করে ভালো লাগল। তাই শেয়ার করলাম। এখানে তো ১৪ দিন আগে হোম কোয়ারেন্টিনে থাকব। বাইরে বেরোনো হচ্ছে না। তাই মাঝে মাঝে এ রকম ছবি দেব ভাবছি।
মিথিলা জানান, ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে কলকাতা যাওয়ার পর নতুন সংসারে রাইসকুকার, হ্যাঙ্গার টুকিটাকি কিছু জিনিস কিনতে হয়েছে। মিথিলার চলে যাওয়া জন্মদিন উপলক্ষে সৃজিত মিথিলাকে দিয়েছেন একটা গিটার। আর আইরাকে কিনে দিয়েছেন কিবোর্ড। সৃজিতের জন্য মিথিলা নিয়ে গিয়েছিলেন পাঞ্জাবি, পাঞ্জাবির গায়ে সুকুমার রায়ের ছড়া লেখা। এই বিষয়ে মিথিলা বলেন, সৃজিতের জন্য আমরাই তো সবচেয়ে বড় উপহার।
জানা গেছে, কলকাতায় গিয়ে একসঙ্গে সংসার করলেও তিনজনেরই দিন কাটছে নিজস্ব ব্যস্ততায়। মিথিলা আছেন অনলাইনে অফিস আর লেখাপড়া নিয়ে। আইরাকে অনলাইন স্কুলে বসানো, পড়ানো, গোসল করানো, গান শেখানোও চলছে। সৃজিত ব্যস্ত আছেন বেশ কয়েকটি প্রজেক্ট নিয়ে। চিত্রনাট্য লেখার পাশাপাশি চলছে একের পর এক জুম মিটিং, কাস্টিং। জানা গেছে, করোনাকাল পেরোলেই শুটিং শুরু করবেন সৃজিত। আর সামনেই আসবে সৃজিত পরিচালিত নতুন কাজ ফেলুদা।
মিথিলা জানান, আপাতত শাশুড়ির হাতের রান্না খাচ্ছেন তিনি। মাঝেমধ্যে বাইরের খাবার অর্ডারও দেন। গতকাল সকালে মিথিলারা নাশতা করেছেন ঘরে বানানো স্যান্ডউইচ দিয়ে। আর আজ দুপুরে জীবনে প্রথমবারের মতো রান্না করেছেন সৃজিত। আর তাই আজ মিথিলার বড়ই খুশির দিন।
জানা যায়, বাংলাদেশি অভিনয়শিল্পী মিথিলার সঙ্গে ভারতের পরিচালক সৃজিতের রেজিস্ট্রি বিয়ে হয় গত বছরের ৬ ডিসেম্বর। এরপর কলকাতা শহরে চলতি বছরের ২৯ এপ্রিল বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আপনার মন্তব্য দিন