
জানা যায়, গেলো ২৬ মার্চ ধুমধাম করে একমাত্র ছেলে ফারদীনের বিয়ে দিয়েছেন ওমর মৌসুমী – সানী দম্পতি। এই বিয়ের দাওয়াতে আগত কয়েকজন আত্মীয় – স্বজনও অসুস্থ হয়েছেন বলে জানিয়েছেন ওমর সানী। আপাতত চিকিৎসকের পরামর্শে মৌসুমী ও তার পুত্রবধূ বাসায় চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

শুক্রবার (২ এপ্রিল) বিকালে ওমর সানী তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন মোনাজাতের ছবিসহ। এতে তিনি লেখেন, ‘আমার স্ত্রী, আমার ছেলে নতুন বৌমা, বাসার অন্য সদস্য এবং আত্মীয় – স্বজন, আমার প্রিয় কজন মানুষ অসুস্থ। আপনারা দোয়া করবেন সবাই যেন সুস্থ হয়ে যান। আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন।’
আপনার মন্তব্য দিন