তুষার আদিত্য : সুন্দরী গায়িকা দেবলীনা সুর এর আজ ( ১৫ ফেব্রুয়ারি ) জন্মদিন। স্বাভাবিক ভাবেই দেবলীনা আজ অনেক উচ্ছ্বসিত – আনন্দিত। তবে অন্যান্য বছরের মতো এবার জন্মদিনে বড় আকারে জন্মদিনের অনুষ্ঠান করতে না পারায় তার মনটা একটু খারাপ ছিল। কিন্তু তার এবারের জন্মদিন ভালোবাসা আর সারপ্রাইজে ঠাসা। আর এতেই তার মন ভালো হয়ে গেছে। তাই জন্মদিনের শেষ প্রহরে দেবলীনা বেশ ফুরফুরে মেজাজেই আছেন।
জন্মদিন নিয়ে সুন্দরী সুহাসিনী আর সুরেলা গায়িকা উপস্থাপিকা দেবলীনা সুর এই প্রতিবেদককে বলেন, জন্মদিনের প্রথম প্রহরে অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি দিবাগত রাত পর্যন্তও আমার মন খারাপ ছিল কিন্তু ভালোবাসার মানুষগুলোর শুভেচ্ছা, ভালোবাসা আর উপহার অল্পক্ষণেই আমার মন ভালো করে দিলো। ভালোবাসা দিবসের শেষ প্রহরও তাই আমার কাছে বিশেষ হয়ে ওঠলো। উপস্থাপিকা পূনম প্রিয়ম দির শাড়ি, কাদম্বরীর স্বত্ত্বাধিকারী রাজবী তাসনীম বাড়িতে এসে জানিয়ে গেছেন তার ভালোবাসা, তার নিজ হাতের তৈরি আমার জন্যে বিশেষ শাড়ি এনে। আমি সেটা পড়েই ঠিক বারোটায় এবারের জন্মদিনের কেকটা কেটেছি।
তিনি আরও বলেন, আমি মুগ্ধ হয়েছি আমার ছোট বোন প্রিয়ম চৌধুরীর নিজ হাতে বানানো অদ্ভুত সুন্দর কেক পেয়ে।আরিশা’স বেক এ্যন্ড কুক এর স্বত্ত্বাধিকারী প্রিয়ম নিজ হাতে পরম মমতায় বানিয়েছে কেকটি। আমার ছোট্ট ছাত্র ভিক্টর, অ্যাঞ্জেল পাঠিয়েছে চকলেট, ফুল, উপহার। এবারের জন্মদিনে আমার জন্যে বিশেষ চমক ছিলেন আমার মা শ্রাবণী সুর। কাকতলীয়ভাবে তিনি এবার আমার জন্মদিনে ঢাকাতেই আছেন। মায়ের উপস্থিতিই আমার জন্যে সবচাইতে বড় আশীর্বাদ। জন্মদিনের সকালটাই শুরু হয়েছে মায়ের হাতে রান্না করে সুস্বাদু পায়েস খেয়ে। আর সারপ্রাইজ দিতে ভুল করেনি আমার ভালোবাসার মানুষ স্বামী সুমন সাহা। ব্যস্ততার মাঝেও আমাকে চমক দিতে বিশেষ কেক, উপহার দিতে কখনো ভুল হয়না তার।
দেবলীনা জানান, জন্মদিনের দিনটায় সকাল থেকেই ফোনকল আর শুভ বার্তায় ভরপুর হয়ে ওঠেন তিনি। দিনটার মাঝে চ্যানেল আই এর বিশেষ আয়োজন “তারকা কথন” এ রাজু আলীম এর আমন্ত্রণে ছিলাম আজ। সেখানেও চমক।আয়োজনটাই ছিলো জন্মদিন কেন্দ্রিক। সেখানেও কাটা হয় তার। কেক।
দেবলীনা বলেন, সকল গুনীজন, ভক্ত, শ্রোতা, দর্শক আত্মীয় স্বজন, বন্ধু, সহকর্মী আর শুভানুধ্যায়ীদের ভালোবাসায় আমি আপ্লুত, আনন্দিত। এমন মুহূর্ত যেনো আমার জীবনে বার বারই ফিরে আসে সেটাই আমার প্রত্যাশা।
আপনার মন্তব্য দিন