
নিজের নতুন তথা অভিনয় এই কাজ প্রসঙ্গে কুসুম বলেন, আমাদের দেশে এভাবে আগে কেউ কবিতার মডেল হয়েছে কিনা আমার জানা নেই। আমি চেয়েছি নতুন কিছু করতে। তাই এটা করা। যারা আমার কবিতাটি শুনেছেন এবং দেখেছেন তারা প্রশংসা করেছেন। আমি বলবো – এটি আমার জন্য অনেক বড় আনন্দের।
কুসুমের কাছে জন্যে চাওয়া হয়েছিল – কোন নাটক – চলচ্চিত্রে অভিনয় না করে হঠাৎ কবিতামুখী কেন ? এমন প্রশ্নের উত্তরে সাবেক এই লাক্স তারকা বলেন, আমি কিন্তু অনেক দিন থেকেই লেখালেখি করছি। সত্যি বলতে, আমি কিন্তু এই চলতি সময়টায় লেখালেখিতেই ডুবে আছি। তবে কবিতাটি প্রকাশের জন্য আগে কোনো পরিকল্পনা ছিল না। একেবারেই হুট করে এর আয়োজন করেছি।
জানা যায়, ২০১৮ সালে কুসুম সর্বশেষ হানিফ সংকেতের ‘শেষ – অশেষ’ শিরোনামের একটি নাটকে অভিনয় করেছেন। বড় পর্দায় শেষ অভিনয় তিনি করেছেন ‘শঙ্খচিল’ ছবিতে। গৌতম ঘোষ পরিচালিত ইন্দো – বাংলাদেশ যৌথ প্রযোজনায় এই ছবি নির্মিত এই ছবিতে কুসুম অভিনয় করেন কলকাতার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিপরীতে। একই বছর তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

কিন্তু ওই ছবির পর এখনও কুসুম চলচ্চিত্রাভিনয় থেকে দূরে সরে আছেন। কারণ সম্পর্কে তিনি বলেন, অভিনয় না করার অবশ্যই নির্দিষ্ট কিছু কারণ আছে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার পর আমার অভিনয়ে আরো বেশি মনোযোগী হওয়ার কথা ছিল। অথচ অভিনয় থেকেই দূরে আছি। এই দূরে থাকার অন্যতম কারণ হলো ব্যক্তিগত। এর বেশি আমি আর বলতে চাই না। অভিনয় থেকে দূরে থাকলেও শোবিজের খবর রাখেন বলে জানান তিনি। কুসুম বলেন, অনেক আগেই চলচ্চিত্র নির্মাণের সংখ্যা কমেছে। এখন নাটকের বাজার বড় হয়েছে। কিন্তু এখানে প্রচুর নাটক নির্মাণ হলেও শৈল্পিক কাজের সংখ্যা কম। আগে ভালো কাজের সংখ্যা বেশি ছিল। বাণিজ্যিক ভাবে হয়তো নাটকগুলো সফল হচ্ছে এটি সত্যি। তবে ১০ বছর পরে দর্শকরা মনে রাখবে এমন নাটকের সংখ্যা তেমন নেই – এটা কিন্তু সবারই ভেবে দেখার সময় এসে গেছে।
আপনার মন্তব্য দিন