তুষার আদিত্য : জনপ্রিয় উপস্থাপক ও ব্যস্ততম অভিনেত্রী এলিনা শাম্মী নতুন একটি চলচ্চিত্র নিয়ে আজ ( ১৪ জানুয়ারি )। ছবিটির নাম ‘জানোয়ার’। এটি সিনেম্যাটিক নামের একটি অ্যাপসে মুক্তি পাচ্ছে বলে জানান এলিনা শাম্মী। ছবিটি পরিচালনা করেছেন রায়হান রাফি।
জনপ্রিয় ও ব্যস্ত উপস্থাপক – অভিনেত্রী এলিনা শাম্মী ২০১২ সালে দেশ টিভিতে একটি লাইভ অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে টিভি মিডিয়াতে অভিষিক্ত হন। এরপর তিনি উপস্থাপনা ওর টিভি নাটকে অভিনয়ে সমানতালে ব্যস্ত হয়ে ওঠেন। সেই সঙ্গে তিনি অভিনয় করছেন চলচ্চিত্র মাধ্যমেও।
২০১৪ সালে বিটিভিতে প্রচার হওয়া ‘শেষ বিকেলের রোদ’ নামের একটি নাটকে অভিনয়ের মধ্যে দিয়ে অভিনয়ে পথচলা শুরু। এরপরে আর থেমে থাকেননি এলিনা। এখন পর্যন্ত প্রায় শতাধিক একক নাটক ও ধারাবাহিকে অভিনয় করেছেন বলে জানান তিনি।
নিজের নতুন ছবি ‘জানোয়ার’ প্রসঙ্গে এলিনা শাম্মী এই প্রতিবেদককে বলেন, বৈশ্বিক মহামারী করোনাকালে খুন ও গণ ধর্ষণের মর্মান্তিক একটি ঘটনা উঠে এসেছে এই ছবিতে। ছবিতে অন্যতম গুরুত্বপূর্ণ একটি নারী চরিত্রে আমি অভিনয় করেছি। আজ ছবিটি মুক্তি পাচ্ছে।সিনেম্যাটিক অ্যাপসে মুক্তি প্রতীক্ষিত এই ছবিটির টিজার প্রকাশিত হওয়ার পর ব্যাপকভাবে প্রসংশিত হয়েছে।
‘জানোয়ার’ ছবিটি করোনাকালীন একটি সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মাণ করা হয়েছে। ৯০ মিনিটের ছবি এটি। ইন্টারন্যাশনাল ফিল্মগুলোর ব্যাপ্তি মেনেই অনলাইন প্ল্যাটফর্মের জন্য নির্মাণ হয়েছে বলে জানান এলিনা শাম্মী। তাই একে ওটিটি ফিল্ম বলা চলে।মানুষকে সচেতন করার লক্ষ্যে এটি নির্মাণ করা হয়েছে এই ছবিটি।
এলিনা শাম্মী ছাড়াও এই ছবিতে আরও অভিনয় করেছেন তাসকিন রহমান, রাশেদ মামুন অপু, ফরহাদ লিমন, মুনমুন আহমেদ, আর এ রাহুল, জাহাঙ্গীর আলম, শিশুশিল্পী আরিয়া অরিত্রসহ আরও অনেকে।
আপনার মন্তব্য দিন