
গীতিকবি রবিউল ইসলাম জীবন জানান, ভারতের মতো বাংলাদেশেও পাপন খুব জনপ্রিয়। এমন শিল্পীর জন্য লিখতে পারাটা আমার জন্য দারুণ এক অভিজ্ঞতা। এ জন্য ধন্যবাদ দিতে হয় অদিতকে। তার সুরের ওপরই কথাগুলো লিখেছি। গানটিতে আমাকে সম্পৃক্ত করার জন্য তামান্না প্রমিকেও ধন্যবাদ। প্রমিও দারুন গেয়েছেন গানটি। উল্লেখ্য, ভারতীয় শিল্পী পাপন বাংলাদেশি শ্রোতা দর্শকের কাছে তুমুল জনপ্রিয়। গান গাইতে একাধিকবার এসেছেন ঢাকায়, অংশ নিয়েছেন দেশের ফোক ফেস্টিভালের মতো বড় আয়োজনেও। যে কারণে বাংলাদেশী শ্রোতাদের কাছে ব্যাপক গ্রহনযোগ্যতা তৈরি হয়েছে পাপনের।
আপনার মন্তব্য দিন