
কমেন্টে একজন মধুমিতাকে প্রশ্ন করলেন, মিডিয়াতে কাজ করছ তাও কেন এমন পোজ? আর কত প্রোডাকশন এবং ডিরেক্টরের অ্যাটেনশন লাগবে তোমার? অন্য একজন লিখেছেন, এই ছবির জন্য পেজ আনলাইক দিলাম। দিনে দুপুরে ভয় পেয়ে গিয়েছি। উল্লেখ্য, অভিনেত্রীর পরনে ছিল হাতকাটা, ডিপ নেক টপ, গলায় সরু স্কার্ফ। যেখানে পুরোপরি স্পষ্ট বক্ষ বিভাজিকা। যে কারণে ট্রোলের শিকার হতে তার বেশী সময় লাগেনি।
আপনার মন্তব্য দিন