ছায়াছন্দ প্রতিবেদক : চলতি সময়ের শ্রোতাপ্রিয় গায়ক, গীতিকার ও সংগীত পরিচালক তানজীব সারোয়ার এবং মডেল – অভিনেত্রী সেমন্তী সৌমি প্রেমে মজেছেন বলে শোবিজে জোর গুঞ্জন শুরু হয়েছে। যদিও তানজীব – সৌমি দুজনেই এটাকে নিছক বন্ধুত্ব বলে উড়িয়ে দিয়েছেন।
জানা যায়, গেলো বছরের ভালোবাসা দিবসে মুক্তি পাওয়া তানজীবের গাওয়া ‘ডুবে ডুবে’ গানটি বেশ সাড়া ফেলে। এই গানে তার বিপরীতে মডেল হয়েছিলেন সেমন্তী সৌমি। তাদের জুটি হওয়ার ওই রেশ ধরেই তানজীব ও সৌমীকে ঘিরে প্রেমের গুঞ্জন শুরু হয়েছে বলে শোনা যাচ্ছে।
সম্প্রতি গণমাধ্যম কর্মীদের কাছে সৌমির প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন তানজীব সারোয়ার। তিনি বলেন, বিশ্বাস করেন, সৌমি আমার ভালো বন্ধু। শুধুই বন্ধুর সম্পর্ক আমাদের। এটা নিয়ে যদি কেউ অন্য সম্পর্কের কথা ভাবেন, সেটা ভুল হবে। কারণ, প্রেমের বিষয়ে আমার বাসা থেকে বাধা আছে। আমি মা – বাবার একমাত্র ছেলে। মা আমাকে চোখে চোখে রাখেন। বোঝেন না, আমার স্টুডিওটাও বাসার বাইরে নিতে দেননি মা। কাজ না থাকলে আমাকে বাসা থেকে বের হতে দেন না। এমনকি লাস্ট থার্টি ফার্স্ট নাইটেও বাইরে বের হতে দেননি আমাকে। মা ভাবেন, আমি এখনো স্কুলের ছোট্ট খোকাই রয়ে গেছি।
আপনার মন্তব্য দিন