ছায়াছন্দ প্রতিবেদক : গেলো ১৬ ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্ম আই থিয়েটারে মুক্তি পাওয়া “নবাব এলএলবি” ছবি নিয়ে পরিচালক অনন্য মামুনের বিরুদ্ধে শাকিব খান এবং মাহী গণমাধ্যমে অভিযোগ করলেও ছবির আরেক নায়িকা স্পর্শিয়ার কোন অভিযোগ নেই বলে জানা গেছে। বরং করোনাময় বছরের শেষ ভাগে এসে দর্শক কর্তৃক দারুণ প্রশংসা দারুন উপভোগ করছেন বলে তিনি জানান। ছবিতে এই অভিনেত্রী সুপার স্টার শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে প্রথমবারের মতো অভিনয় করেছেন। এই ছবিতে স্পর্শিয়ার অনবদ্য অভিনয় দর্শকের মনে দাগ কেটেছে দারুনভাবে। সব মিলিয়ে তিনি ছবিটি নিয়ে নিজের সন্তুষ্টি প্রকাশ করেছেন।
অবশ্য “নবাব এলএলবি” ছবিটি মুক্তির পর তার সহশিল্পীরা বিভিন্ন অভিযোগ করছেন গণমাধ্যমে। কিন্তু স্পর্শিয়ার কোনো অভিযোগ নেই বলে জানান। তিনি বলেন, ছবিটি দুই কিস্তিতে মুক্তি পাচ্ছে। এটি ছাড়া আমার কিছু বলার নেই। আগে থেকেই জানতাম এটি অ্যাপে মুক্তি দেয়া হবে। আর এই ছবিতে অভিনয়ের আগে আমাকে যেভাবে গল্প শোনানো হয়েছে, আমার চরিত্রটিও তেমনি আছে মুক্তি পাওয়া ছবিতে। যারা প্রথম পর্বে দেখেছেন সবাই আমার চরিত্রটির প্রশংসা করেছেন।
জানা গেছে, গ্ল্যামারাস নায়িকা অর্চিতা স্পর্শিয়া সম্প্রতি অভিনয় করেছেন তাহসানের বিপরীতে ‘ছক’ শিরোনামের একটি ওয়েব সিরিজে। এটি প্রথমবারের মতো জনপ্রিয় গায়ক – মডেল – অভিনেতা তাহসানের সঙ্গে অভিনয় করলেন তিনি। এটি নির্মাণ করেছেন গোলাম সোহরাব দোদুল। বছরের শেষ কয়েক দিন শুটিং থেকে দূরে থাকছেন বলে জানান স্পর্শিয়া। নতুন বছরে নতুন চলচ্চিত্রের কাজ দিয়ে আবার ব্যস্ততা শুরু হবে তার। তবে এখনই নতুন ছবির বিষয়ে কিছু জানাতে চান না তিনি। নিয়ামুল মুক্তার “কাঠবিড়ালি” ছবির মধ্য দিয়ে চলতি বছর স্পর্শিয়ার শুরু হয়।
এই বছরটি স্পর্শিয়ার কেমন ছিল – জানতে চাইলে তিনি বলেন, চলতি বছর আমার ভালো – মন্দ মিলিয়ে কাটছে। করোনায় অনেক কিছু এলোমেলো হয়ে গেছে আমাদের। এরমধ্যে ভালো ছিল আমার দু’টি ছবি মুক্তি পাওয়া। একইসঙ্গে আমার অভিনীত “আবার বসন্ত” ছবির জন্য আমার সহশিল্পী তারিক আনাম খান জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন – এটিও আমার জন্য অনেক আনন্দের। নতুন বছরে সবকিছু শূন্য থেকে আবার শুরু করবো। আমার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান ‘কচ্ছপ’ নিয়ে নতুন বছরে বেশ পরিকল্পনা গ্রহণ করেছি। নতুন বছরে এটির কার্যক্রম পুরোদমে শুরু হবে।
আপনার মন্তব্য দিন