
বিশ শতকে এসে ডিজনিকে ফক্স কিনে নেয়ার পর থেকেই আর-রেটেড সুপারহিরো ফিল্ম ফ্র্যাঞ্চাইজের ভবিষ্যৎ নিয়ে নানা প্রশ্ন উঠছে। তবে নতুন বছরের পরিকল্পনা নিয়ে গণমাধ্যমে আলাপকালে কেভিন ফেইগ আরও জানান, ‘ডেডপুল থ্রি’ সিনেমাটি আর রেটেডই থাকছে। সিনেমাটির স্ক্রিপ্ট নিয়ে এখনো কাজ করা হচ্ছে। চলতি বছর রায়ান প্রচুর ব্যস্ত সময় পার করছেন। এ বছর সিনেমাটির কাজ আমরা শুরু করতে পারছি না। এখানে দর্শক প্রচুর চমক পাবেন।
এদিকে, মার্ভেল ইতিমধ্যে ‘থর ফোর’ এবং ‘স্পাইডার ম্যান থ্রি’র চিত্রগ্রহণের কাজ করছে। এরপরই ‘ডক্টর স্ট্রেঞ্জ টু’, ‘ব্ল্যাক প্যান্থার টু’ এবং ‘ক্যাপ্টেন মার্ভেল টু’ সিনেমার কাজ শুরু হবে জানান কেভিন ফেইগ।
আপনার মন্তব্য দিন