
এই ছবিতে জুটি হয়ে অভিনয় করেছেন নবাগত অভিনয়শিল্পী তানভীর হাসিফ, জান্নাত ও মেহেরিমা। ছবিতে আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, রেবেকা, দুলারী, সাংকো পাঞ্জা, মাহমুদুল ইসলাম মিঠু, চিকন আলি, ইসরাত জাহান ও দেলোয়ার সরকার।
নবাগত অভিনয়শিল্পী জুটি তানভীর হাসিফ, জান্নাত ও মেহেরিমা ‘হৃদয়ের আঙ্গিনায়’ চলচ্চিত্রটি নিয়ে বেশ আশাবাদী। তারা জানান, চলচ্চিত্রে মোট পাঁচটি গান রয়েছে। গানগুলোর সঙ্গীত পরিচালনা করেছেন বাবলু। কন্ঠ দিয়েছেন মুহিন, নিপা, লিজা, দীপা গুণ, টিনা ও মম রহমান। নৃত্য পরিচালনা করেছেন জাকির খান ও মোঃ মুসলিম। চলচ্চিত্রের চিত্রগ্রাহক এস ডি বাবুল আর সম্পাদনা করছেন মোঃ শহিদুল হক।
আপনার মন্তব্য দিন