তুষার আদিত্য : দীর্ঘদিন পর ৬ নভেম্বর আবার চলচ্চিত্রের শুটিং ক্যামেরার সামনে দাঁড়ালেন জনপ্রিয় চিত্রতারকা অপু বিশ্বাস। এদিন তিনি চট্টগ্রামের রাঙ্গুনিয়ার আউটডোর শুটিং লোকেশনে সরকারি অনুদানের ছবি “ছায়াবৃক্ষ”র শুটিংয়ে অংশ নেন। বন্ধন বিশ্বাস পরিচালিত এই ছবিতে অপু অভিনয় করছেন নিরবের বিপরীতে। এই ছবিতে অভিনয়ের আগে ৫ নভেম্বর অপু ও নিরব একই ফ্লাইটে পাশাপশি সিটে বসে আকাশ পথে চট্টগ্রাম যান।
জানা গেছে, গেলো মাসেই ছায়াবৃক্ষ ছবির শুটিং করার কথা ছিল অপুর। কিন্তু আকস্মিক তার মাকে হারানোর ঘটনায় প্রযোজনা প্রতিষ্ঠান ছবির শুটিং পিছিয়ে দেয়। তারপরেও মাকে হারানোর বেদনা নিয়েই শুটিংয়ে ফিরলেন অপু বিশ্বাস। তিনি জানান, ছায়াবৃক্ষ ছবিতে অভিনয় করার জন্যে দীর্ঘদিন জিম করেছেন, নিজেকে এই ছবির চরিত্রের জন্যে প্রস্তুত করেছেন। এমন কী ছবির শুটিংয়ের আগে সম্পুর্ণ নতুন এবং গ্ল্যামারাস লুকে একটি ফটোসেশনও করেছেন। এই ফটোসেশনে ওঠে এসেছে এক যুগ আগের সেই তন্বী – তরুণী গ্ল্যামারাস অপু বিশ্বাস।
এই প্রতিবেদককে অপু বিশ্বাস বলেন, গেলো ১৭ই সেপ্টেম্বর আমি মাকে হারিয়েছি। মা ছিলেন আমার নিত্য পথচলার সঙ্গী। তাই মায়ের প্রয়াণের পর থেকেই ভালো নেই আমি। মায়ের অসুস্থতা ও পরবর্তীতে তার প্রয়াণের কারণে আমি তখন কাজ থেকে বিরতি নেই। অবশেষে চলতি নভেম্বরেই ছায়াবৃক্ষ ছবির মাধ্যমে চলচ্চিত্রের কাজে ফিরলাম।যদিও মায়ের আকস্মিক মৃত্যুর কারণেই পূর্ব নির্ধারিত শিডিউল অনুযায়ী এই ছবির শুটিং না করে এটির শুটিং শিডিউল পিছিয়ে দেয় প্রযোজনা প্রতিষ্ঠান। সঙ্গত কারণেই আমি তাদের প্রতি কৃতজ্ঞ।
নতুন ছবিতে কাজ করার বিষয়ে অপু বিশ্বাস আরও বলেন, অনেক দিন হলো আমি পেশাগত কাজে নেই। আর তো বসে থাকা যায় না। কাজ তো আসলে করতেই হবে। কাজের মধ্যে থাকলে হয়তো মনটা ভালো থাকবে। তাই আমি আবার আমার পেশাগত কাজের প্রতি মনোযোগী হচ্ছি। সরকারি অনুদানের ছবি ছায়াবৃক্ষতে আমি আগেই চুক্তিবদ্ধ হয়েছিলাম। চা বাগানের শ্রমিকদের জীবন নিয়ে ছবিটির কাহিনী আবর্তিত হয়েছে। এখানে আমার নায়ক নিরব। ছবির গল্পটি খুব ভালো। আমার বিশ্বাস খুব ভালো কিছু হবে। শুটিং করে বেশ ভালোই লাগছে।
জানা যায়, অপু বছর দুয়েক আগে অপু কলকাতায় “শর্টকাট” নামের একটি ছবিতে কাজ করেছিলেন। ওই ছবির কাজ বর্তমানে বন্ধ আছে। ছবিটি সর্বশেষ অবস্থা জানতে চাইলে অপু বলেন, “শর্টকাট” ছবির কাজ করেছিলাম বেশ আগেই। এরপর ছবিটির কাজ বন্ধ ছিল। করোনার আগে থেকেই শুটিং বন্ধ থাকা এই ছবির শুটিং আর কয়েকদিন করলেই শেষ হয়ে যেতো। সম্ভবত আর্থিক সমস্যার কারণে ছবিটির নির্মাণ কাজ বন্ধ হয়ে আছে। এখন দেখা যাক কবে নাগাদ আবার ছবিটির নির্মাণ কাজ শুরু হয়।
উল্লেখ্য, দেবাশীষ বিশ্বাস পরিচালিত “শ্বশুরবাড়ি জিন্দাবাদ – দুই” নামের অপু অভিনীত একটি ছবি মুক্তির প্রক্রিয়ায় রয়েছে। এই ছবিতে অপুর নায়ক বাপ্পি চৌধুরী।
আপনার মন্তব্য দিন