
নাটকের গল্পে আফ্ফান, নাদিয়া এবং অ্যালেন তিনজনই দশম শ্রেণীর ছাত্র-ছাত্রী। আফ্ফান আর অ্যালেন দুইজনই ভালোবাসে নাদিয়াকে। এরপর ঘটনা অন্যদিকে মোড় নেয়। ওরা ৩ জনই বঙ্গবন্ধুর জীবনী পড়া শুরু করেন প্রধান শিক্ষিক মাসুম আজিজ এবং শ্রেণী শিক্ষিকা মনিরা মিঠুর নির্দেশে। তাদের জীবনে আসে আমূল পরিবর্তন। এরপর কি হয় সেটা দেখতে হলে আজ রাত ৯ টায় চোখ রাখতে হবে নাগরিক টিভিতে। নাটকটি প্রসঙ্গে অভিনেতা আফফান মিতুল বলেন, মাত্র ৬ দিন আগে দেশের বেশকিছু সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে আমার অভিনীত সিনেমা ‘গন্তব্য’। এর রেশ কাটতে না কাটতেই আজ মুক্তি পাচ্ছে ‘সিঁড়ি’। ভালো লাগছে। যেখানে এক ঘন্টার নাটকের শুটিং এখন একদিন বা দুইদিনে হয়, সেখানে ‘সিঁড়ি’ নাটকটির শুটিং হয়েছে ৩ দিন ধরে। ‘ইন্দুবালা’ খ্যাত চলচ্চিত্র নির্মাতা জয় সরকার অনেক যত্নে নাটকটি বানিয়েছেন। নাটকটি নিয়ে আমার প্রত্যাশা আকাশচুম্বী।
আপনার মন্তব্য দিন