ছায়াছন্দ প্রতিবেদক : মডেলিং দিয়ে মিডিয়ায় কাজ শুরু করলেও খণ্ডনাটকের একজন জনপ্রিয় নাট্যাভিনেত্রী হিসেবেও জনপ্রিয়তা পাওয়া তানজিন তিশা আজ নারী দিবসে নতুন লুকে ধরা দিয়েছেন। তিনি আন্তর্জাতিক নারী দিবসের একটি ওভিসিতে কর্মজীবী নারীর গেটআপে হাজির হয়েছেন। আর তানজিন তিশার নতুন এই বাস্তবধর্মী লুক নিয়ে তার দর্শক – ভক্তদের মাঝে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ – আগ্রহ।
খুব অল্প সময়েই জনপ্রিয়তা গ্ল্যামার গার্ল তানজিন তিশা টিভি নাটকের পাশাপাশি বেশ কয়েকটি বিজ্ঞাপনচিত্র ও মিউজিক ভিডিওতেও নজর কেড়েছেন। সব সময়ই তার কাজ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হয়। সাম্প্রতিক সময়ে তার সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যাচ্ছে তিশার বেশকিছু ব্যতিক্রম লুকের ছবি।এতে দেখা স্পষ্ট দেখা যাচ্ছে একজন নারী নির্মাণ শ্রমিক রূপে তিনি হাজির হয়েছেন। আর এসব ছবিতে দেখা যাচ্ছে তিনি কঠোর পরিশ্রম করছেন। ছড়িয়ে পড়া ছবিগুলো নিয়ে বেশ প্রশংসা করছেন তারজিন তিশার ভক্ত – শুভাকাঙ্ক্ষীরা। সে সঙ্গে ‘বাংলা নাটক’ গ্রুপেও তিশাকে নিয়ে ইতিবাচক আলোচনা লক্ষ্য করা গেছে।
জানা যায়, নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করে তানজিন তিশা নিজেকে নতুন ভাবে গড়ার ইঙ্গিতই দিচ্ছেন! এক্ষেত্রে তিনি নিজেকে নতুন করে খুঁজে পেয়েছেন বলে বোঝা যাচ্ছে।
জানা গেছে, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটি ওভিসিতে অংশ নিয়েছেন তিশা। সেই ওভিসির জন্যই এই বাস্তবধর্মী চরিত্রে নিজেকে উপস্থাপন করেছেন তিনি।
‘নারী সুন্দর তার সত্তায়’ – এমন শিরোনামের কাজটি নিয়ে তানজিন তিশা শুটিংয়ের কয়েকটি ছবি তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, নারী সুন্দর তার সত্তায়…নারীর সৌন্দর্যের এক অন্য দৃষ্টিভঙ্গির গল্পের ওভিসি আসছে এই নারী দিবসে। জানা গেছে, তানজিন তিশার ফেসবুক এই পোস্টের পরপরই তার ভক্তরা বেশ প্রশংসার বাক্য লিখেছেন কমেন্ট বক্সে।
উল্লেখ্য, তানজিন তিশা গেল ভালোবাসা দিবসে বেশকিছু নাটকে অভিনয় করে বেশ প্রশংসা কুড়িয়েছেন। বর্তমানে বেশ কিছু নাটকের কাজ নিয়ে ব্যস্ত সময় করছেন সুন্দরী এই মডেল – অভিনেত্রী।
আপনার মন্তব্য দিন