
বর্তমানে প্রিয়াঙ্কা ব্যস্ত লন্ডনে, তার পরবর্তী প্রজেক্ট ‘সিটাডেল’ শোয়ের শুটিং নিয়ে। এছাড়া কদিন আগেই প্রিয়াঙ্কা শেষ করেছেন তার পরবর্তী সিনেমা ‘টেক্সট ফর ইউ’ এর শুটিং। এদিকে,নিক জোনাসের সঙ্গে বিয়ের পর থেকে অধিকংশ সময়ই মার্কিন মুলুকে কাটাচ্ছেন হলিউড-বলিউড এই অভিনেত্রী। ফলে নিজ দেশ, দেশীয় খাবার, সংস্কৃতি থেকে ক্ষাণিকটা দূরেই রয়েছেন অভিনেত্রী। তাই নিজ দেশের খাবারের রেস্তোরা খুললেন তিনি। প্রিয়াঙ্কা বলেন, ‘সোনা’ এমন একটি রেস্তোরা হতে যাচ্ছে যেখানে ছোটবেলা থেকে ভারতীয় খাবারের যে স্বাদ নিয়ে আমরা বড় হয়েছি, সেটিই সামনে নিয়ে হাজির করা হবে। আর এই অতুলনীয় স্বাদ তুলে ধরবেন শেফ হরি নায়েক। যিনিই মূলত এই রেস্তোরাতে ভারতীয় নানা প্রান্তের খাবার তৈরী করবেন। এই মাসের শেষেই শুরু হবে সোনার পথ চলা। আপনাদের অপেক্ষায় রইলাম।
আপনার মন্তব্য দিন