
নাটকটি প্রসঙ্গে পরিচালক দীপু হাজরা বলেন, নাটকটি এখন সম্পাদনার টেবিলে রয়েছে। শিগগিরই এটি প্রচার হবে দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলে। সঙ্গে উন্মুক্ত হবে ইউটিউবেও। মম এখানে পাশাপাশি দুটি চরিত্রে অভিনয় করলেন। একটি বাস্তবের চরিত্র, অন্যটি অশরীরী। বাস্তবের চরিত্রটি ব্রোকেন ফ্যামিলিতে বড় হওয়া। কাজটি আসলে মনস্তাত্ত্বিক জটিলতা নিয়ে তৈরি। যেখানে ভালোবাসার মোড়কে নতুন এক রহস্যময় গল্প বলার চেষ্টা করেছি। নিজের চরিত্র প্রসঙ্গে জাকিয়া বারী মম বলেন, সাইকোলজিক্যাল নাটক এটি। এ ধরনের গল্পে অভিনয়ের যথেষ্ট সুযোগ পাওয়া যায়। গল্পটাও ভালো। ফলে আমার মনে হয় কাজটি ভালো হবে।
আপনার মন্তব্য দিন