ছায়াছন্দ প্রতিবেদক : কবি ও নাট্যকার মিজানুর রহমান বেলালের রচনায় ও আদিত্য জনির পরিচালনায় নির্মিত হলো নাটক ‘জুয়াড়ির প্রেম’। নাগরিক টিভিতে প্রচারের জন্য নির্মিত এই নাটকে দুই নায়ক নিলয় ও কল্যাণ কোরাইয়ার বিপরীতে অভিনয় করেছেন হিমি। নাটকের গল্পে- জীবন ভবঘুরে যুবক; এলাকার প্রভাবশালী পরিবারের সন্তান। এলাকার ছেলেরা তাকে সম্মান করে। সম্মান না করলে কান ধরে ওঠবস করায়। বংশগৌরবে নিজেকে হিরো ভাবে। সারা একজন যৌবনবতী নারী। সুন্দরী ও বুদ্ধিমতী। এলাকার সবাই সারাকে দেখে পাগল। জীবন পাগলের মতো ঘুরতে থাকে সারার পেছনে। সারা যা করে; যে পোশাক পরে; জীবনও সেই কাপড়ের শার্ট তৈরি করে পরে। সারা ও জীবন ভালোবাসার জয় হয়। বিয়ে করে সংসার করতে থাকে। সংসারে কয়েক বছর পথচলার পর জীবন খারাপ বন্ধুদের পাল্লায় পরে জুয়া খেলতে শুরু করে এবং একটা পর্যায়ে ফকির হয়ে যায়। জীবনের জুয়া খেলা তবুও থামেনা। জুয়ার আসরে বউকে বাজি ধরে জীবন। বাজিতে সারাকে পায় আদনান খান। জীবনের ওপর অভিমান করে আদনানের সাথে সংসার গড়ে সারা। আদনান ও সারার সংসার সুখেই কাটে। জীবন সারাকে হারিয়ে পাগল হয়ে রাঁস্তায় ঘুরছে। জুয়ার জন্য সারা ও জীবনের পরিবারেও নেমে আসে অন্ধকার। কী হলো তাদের জীবনে! এভাবেই এগিয়ে যায় নাটকের কাহিনী। নাটকে জীবন চরিত্রে নিলয় আলমগীর, সারা চরিত্রে হিমি এবং আদনান চরিত্রে কল্যাণ কোরাইয়া অভিনয় করেছেন। এ ছাড়াও বিভিন্ন চরিত্রে আরো এক ডজন অভিনেতা-অভিনেত্রীকে দেখা যাবে বলে জানালেন নির্মাতা আদিত্য জনি।
আপনার মন্তব্য দিন