ছায়াছন্দ প্রতিবেদক : চলচ্চিত্র পরিচালক সমিতি কর্তৃক আজীবন নিষিদ্ধ ঘোষিত হয়েই চিত্রপরিচালক অনন্য মামুন একটি ভিন্ন উদ্যোগ নিয়েছেন। তিনি একসঙ্গে পাঁচটি চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন। গতকাল (১৬ জানুয়ারি) তিনি জানান, নতুন বছরে একসঙ্গে প্যাড, ক্রেজি, ঈদ মোবারক, ভাইজান-২ এবং পাইলট নামের ছবিগুলো নির্মাণ করবেন।
সাম্প্রতিক সময়ে নবাব এলএলবি ছবি সংক্রান্ত ঘটনায় আলোচিত চিত্রপরিচালক অনন্য মামুন তার ফেসবুবেকে ১৬ জানুয়ারি একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি লিখেন – কথাটা ক্লিয়ার করে বলি, পরিচালক সমিতির সদস্যপদ না থাকলে সিনেমা বানাতে পারবো না কথাটি সত্য নয়, পরিচালক সমিতির সদস্য পদ না থাকলে আমি পরিচালক সমিতির সুযোগ সুবিধা পাবো না, ২০১৬ সালে অস্তিত্ব সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায় নুসরাত ইমরোজ তিশা, এবং ২০১৯ সালে তারিক আনম খান জাতীয় পুরস্কার পান আবার বসন্ত সিনেমার জন্য, সিনেমা গুলো আমার পরিচালনায়। ইনশাআল্লাহ এবার নবাব এলএলবি সিনেমাতেও অনেক পুরস্কার আসবে। আর মোহাম্মদ জে…. নামের একজন পরিচালক আছেন যিনি ব্যক্তিগত ভাবে আমাকে সহ্য করতে পারেন না। কারণ তার সিনেমাগুলো আমার কাছে অখাদ্য মনে হয়। বলে রাখি এবছর অনন্য মামুন ৫টি সিনেমা বানাবে, প্যাড, ক্রেজি, ঈদ মোবারক, ভাইজান ২ ও পাইলট। আমার মামলাটা শেষ হয়নি তাই মামলা নিয়ে কথা বলতে চাই না। সম্মান জানাই গুলজার ভাই, খোকন ভাই, লিপু ভাই খসরু ভাইকে। আর একটা কথা নেতা কাকে বলে সেটা জানতে হলে এসএ হক অলিক ও শহীদ্দুজামান সেলিম ভাইয়ের কাজ থেকে শিখার আছে। । আমি দেখেছি কোন কারণ ছাড়া তারা আমাকে কত হেল্প করছে.. আমি পরিচালক সমিতিকে সম্মান করি কিন্তু কিছু হিংসাপরায়ণ পরিচালককে না।
জানা যায়, সুপারস্টার শাকিব খান অভিনীত ও অনন্য মামুন পরিচালিত ‘নবাব এলএলবি’ ছবিটি গেলো ১৬ ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায়। এরপরই অনলাইনে ভাইরাল হয়ে যায় এই ছবির একটি দৃশ্য। দৃশ্যটি নিয়ে বিতর্ক তৈরি হয়। ওই দৃশ্যে ধর্ষিতা নারী মামলা করার জন্য থানায় গেলে সেখানে তাকে পুলিশের এসআই অশ্রাব্য ভাষায় বিভিন্ন প্রশ্ন করেন। সঙ্গত কারণেই ওই দৃশ্য নিয়ে বিপত্তি বাধে। এতে পুলিশকে হেয় করার অভিযোগ ওঠে। পর্নোগ্রাফি আইনে ছবির পরিচালক অনন্য মামুন এবং ওই দৃশ্যের অভিনেতা শাহীন মৃধার বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশের সাইবার ক্রাইম ইউনিট। অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।
এরপর আপত্তিকর সংলাপসহ কিছু দৃশ্য কর্তন করে ছবিটি পুনরায় সেন্সরে জমা দেওয়া হয়েছে বলে ছবিটির প্রযোজনা সূত্রে জানা যায়। জানা গেছে, আগামী ১৯ জানুয়ারি সেন্সর বোর্ড সদস্যরা ছবিটি দেখে মুক্তির বিষয়ে সিদ্বান্ত জানাবেন।
উল্লেখ্য, ইতিমধ্যে পরিচালক অনন্য মামুন তার বিরুদ্ধে করা মামলা থেকে জামিন নিয়ে কারাগার থেকে বের হয়েছেন। অন্যদিকে, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি কর্তৃক পরিচালক সমিতি থেকে আজীবনের জন্যে নিষিদ্ধ হয়েছেন অনন্য মামুন।
আপনার মন্তব্য দিন