
জানা যায়, এই কয়দিন ঘরে বসে কী কী করা যায়, সেইসব প্রস্তুতি নিতে শুরু করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে লকডাউনের প্রস্তুতি নেয়ার কথা ফারিয়া নিজেই জানিয়েছেন। ইনস্ট্রাগ্রাম ও ফেসবুকে একটি ছবি প্রকাশ করে তিনি ক্যাপশনে লেখেন, লকডাউনের প্রস্তুতি নিচ্ছি। মাস্ক পরুন, বাসায় থাকুন এবং হাত ধোন।
জানা যায়, সম্প্রতি ফারিয়া অভিনীত ‘যদি কিন্তু তবুও’ মুক্তি পেয়েছে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন টিভি তারকা জিয়াউল ফারুক অপূর্ব। জি-ফাইভ নামক ওটিটি প্ল্যাটফরমে এটি মুক্তি পেয়েছে।
এদিকে, গেলো ফেব্রুয়ারিতে নুসরাত ফারিয়া মুম্বাই গিয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘বঙ্গবন্ধু’র শুটিংয়ে অংশ নিতে। এতে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করছেন তিনি। আসন্ন ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে ফারিয়া অভিনীত ‘অপারেশন সুন্দরবন’ ছবিটি। দীপঙ্কর দীপন পরিচালিত এই ছবিতে তিনি অভিনয় করেছেন সিয়াম আহমেদের বিপরীতে।
আপনার মন্তব্য দিন