
প্রসেনজিতের সঙ্গে ঋতুপর্ণার জুটির ম্যাজিকটি আসলে কি ? এতো বছর পরও দর্শকরা কেন অপেক্ষা করে এই জুটির ছবি দেখার জন্য ? এমন প্রশ্নই কলকাতার সংবাদকর্মীরা সম্প্রতি ঋতুপর্ণার কাছে রেখেছিলেন। এর উত্তরে তিনি বলেন, এটা আসলে ঐশ্বরিক ব্যাপার। তাছাড়া জুটিতো নিজেরা তৈরি করা যায় না। এখানে দর্শকরাই বড় নিয়ামক। অর্থাৎ সফল জুটির গ্রহণযোগ্যতা বা জনপ্রিয়তা নির্ভর করে দর্শকদের ওপর। সেদিক থেকে এই জুটির সবটা ক্রেডিট আসলে দর্শকেরই। আমরা শুধু চেষ্টা করে গেছি ভালো কাজ করার জন্য।
জানা গেছে, কয়েকদিন আগেই সিঙ্গাপুর থেকে ভারতে ফিরেছেন ঋতুপর্ণা। করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন সিঙ্গাপুরেই থাকতে হয়েছিল তাকে। দেশে এসেই ‘সল্ট’ শিরোনামের একটি ছবির কাজ শুরু করেছেন তিনি। এই ছবির টানা শুটিংয়ে আগামী এক মাস ব্যস্ত থাকবেন তিনি। তারপরই প্রসেনজিতের সঙ্গে নতুন ছবির কাজ শুরু করবেন। তবে এখন পর্যন্ত নতুন ছবির নাম বা অন্য আর কোন তথ্য জানানো হয়নি প্রসেনজিৎ বা ঋতুপর্ণার তরফ থেকে।
আপনার মন্তব্য দিন