তুষার আদিত্য : টিভি অভিনেত্রী ও উত্তরা (পশ্চিম) মহিলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আমেনা আক্তার প্রিয়া বৈশ্বিক মহামারী করোনা সংকটকালে মানবসেবার ব্রত নিয়ে অসহায় মানুষদের পাশে এসে দাঁড়িয়েছেন। রোজা শুরু হওয়ার আগে তিনি প্রায় প্রতিদিনই ত্রাণ কার্যক্রম চালিয়ে গেছেন। আর রমজান মাস আসার পর প্রথম রোজা থেকেই তিনি সাহরী ও ইফতার বিতরণ করে আসছেন নিজ হাতে বাসায় রান্না করে।
ছায়াছন্দ অনলাইনের এই প্রতিবেদককে প্রিয়া জানান, করোনা প্রাদুর্ভাব শুরুর পর কয়েকদিনে রাজধানী ঢাকার প্রায় এক হাজার দরিদ্র ও নিঃস্ব পরিবারের মাঝে সম্পূর্ণ নিজ উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। তার দেওয়া ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, সয়াবিন তেল, মসুর ডাল, আটা, আলু, পেঁয়াজ, লবণ ও সাবান। প্রিয়ার নিজ এলাকা উত্তরা ছাড়াও বাড্ডা, মগবাজার, মিরপুর এবং মতিঝিল অঞ্চলে গিয়ে দুঃস্থ, অসহায় পরিবারগুলোতে ত্রাণ দিয়েছেন।
শুধু ত্রাণ প্রদানই নয়, প্রিয়া নিজ হাতে রান্না করা খাবার বিতরণ করেছেন অসহায় মানুষদের মাঝে। প্রায় প্রতিদিনই তিনি বাসায় নিজে রান্না করে অসহায় মানুষদের কাছে খাবার পৌঁছে দিয়েছেন রোজা শুরু হওয়ার আগে।
মানবসেবায় নিজেকে সম্পৃক্ত করা প্রসঙ্গে প্রিয়া বলেন, আমি দেশে করোনা প্রাদুর্ভাব শুরুর প্রথম দিক থেকেই প্রতিদিন হতদরিদ্র, রিক্সাওয়ালা ও বস্তিবাসীদের মাঝে ত্রাণ বিতরণ করছি। তখন প্রায় এক হাজার পরিবারের মাঝে ত্রাণ দিয়েছি। আমার সাধ্য মতো রমজান মাসের শুরর দিন থেকে আরও দিচ্ছি। আমি রোজার আগে প্রায় ৫০০ অভুক্ত মানুষের মাঝে নিজ হাতে রান্না করা খাবারের প্যাকেট বিতরণ করেছি। এখন জাতীয় দুর্যোগ চলছে। দরিদ্র মানুষকে সাহায্য করার এখনই সময় এসেছে। তাই আমি অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর এই উদ্যোগ নিয়েছি।
তিনি জানান, প্রথম রোজা থেকে এই পর্যন্ত প্রায় দুই হাজার মানুষকে নিজ হাতে রান্না করা ইফতার ও সাহরীর খাবার প্রদান করেছেন। এই ঈদে তিনি ঈদ উপহার হিসেবে অসহায় মানুষদের মাঝে প্রায় এক হাজার শাড়ি – লুঙ্গী বিতরণ করবেন।
এই প্রসঙ্গে প্রিয়া বলেন, আল্লাহ আমাকে যতদিন তৌফিক দেবেন, আমি ততদিন পর্যন্ত অসহায় মানুষদের পাশে থেকে তাদের সেবা করে যাবো ইনশাল্লাহ। সবাই আমার জন্যে দোয়া করবেন, আমি যেনো সুস্থ স্বাভাবিক থেকে মানবসেবায় নিজেকে ব্রতী রাখতে পারি।
সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনাদের যাদের সামর্থ্য রয়েছে, প্লিজ আপনার এই সময়ে অসহায় মানুষদের পাশে এসে দাঁড়ান।
প্রিয়া ছাড়াও আমাদের শোবিজ মিডিয়ার অনেকেই এই সময়ে অসহায় মানুষদের পাশে এসে দাঁড়িয়েছেন। তাদের প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বলেন, সেলিব্রেটিরা যার যার অবস্থান থেকে সাহায্য করে যাচ্ছেন। সেই সব সহকর্মী বন্ধুদের আমার পক্ষ থেকে অশেষ ধন্যবাদ।
আপনার মন্তব্য দিন