ছায়াছন্দ প্রতিবেদক : অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের ইউটিউব চ্যানেলে আজ বৃহস্পতিবার প্রকাশ পেলো চিত্রনায়িকা আঁচল অভিনীত মিউজিক্যাল ফিল্ম ‘ও জান রে’। গানটি গেয়েছেন সৈয়দ অমি। গানটির কথা ও সুর করেছেন তারিফ তুহিন। গানটির সঙ্গীতায়োজন করেছেন রেমো বিপ্লব। মিউজিক্যাল ফিল্মটি পরিচালনা করেছেন অন্তর হাসান। এতে আঁচলের সঙ্গে অভিনয় করেছেন সৈয়দ অমি, এলআর সীমান্ত, রাজু সরকার ও শম্পা নিজাম প্রমুখ। গেলো ডিসেম্বরে রাজধানীর পুরান ঢাকায় মিউজিক্যাল ফিল্মটির শুটিং হয়।
প্রসঙ্গত, সিনেমার নায়িকা হিসেবেই বেশি পরিচিতি আঁচল। ইতোমধ্যে বেশ কিছু ছবিতে কাজ করেছেন তিনি। এবার অভিনয় করলেন মিউজিক্যাল ফিল্মে। এ প্রসঙ্গে আঁচল বলেন, গল্প-নির্ভর গান এটি। গানের মধ্যে ছোট ছোট সংলাপের দৃশ্য করতে হয়েছে আমাকে। গান ও গানের গল্পের চিত্রনাট্য খুবই পছন্দ হয়েছে আমার। আমার জন্য এটি নতুন অভিজ্ঞতা। সিনেমার আদলেই শুটিং করা হয়েছে কাজটির। এখানে আমার সহ-শিল্পীরা সবাই ছিলেন সিনেমার মানুষ। ফলে কাজটি আরাম করে করতে পেরেছি।
আপনার মন্তব্য দিন