ছায়াছন্দ প্রতিবেদক : স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিটিভি’র যৌথ উদ্যোগে সম্প্রতি গণ মানুষের সচেতনতা বাড়ানোর লক্ষ্যে একটি সচেতনতামূলক বিজ্ঞাপনচিত্র নির্মাণ করেছেন আবু তৌহিদ। শুধুমাত্র বিটিভিতে প্রচারের জন্য নির্মিত এই বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন সামান্তা শিমু। কাজ প্রসঙ্গে তিনি বলেন, বিজ্ঞাপনচিত্রের মূল উপজীব্য বিষয় হলো- শিশুদের পুষ্টি বাড়ানোর জন্য একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত মায়ের দুধের বিকল্প নেই। এটা এখনও অনেকে বুঝতে চান না। তাই, কাজটির মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা বাড়নোই হলো উদ্দেশ্য। এতে করে মা, শিশু ও তার পরিবারের বিকাশ লাভ হবে। সামান্তা শিমু ছাড়াও বিজ্ঞাপনচিত্রটিতে আরও কাজ করেছেন অভিনেত্রী মিলি বাশার। নির্মাতা আবু তৌহিদ জানালেন, একাধিক পণ্যের বিজ্ঞাপন ও পোশাকের মডেল হিসেবে কাজ করলেও এবারই প্রথম কোনো সচেতনতামূলক বিজ্ঞাপনচিত্রে কাজ করলেন সামান্তা শিমু। তিনি জানালেন, কাজটি গণ মানুষের সচেতনতা বাড়ানোর জন্য নির্মাণ করা হয়েছে।
এর আগে প্রায় ১০টি বিজ্ঞাপনে কাজ করলেও এই প্রথম সচেতনতামূলক কাজে কাজ করলেন সামান্তা শিমু। এক প্রকার দায়িত্ববোধের জায়গা থেকে কাজটি করেছেন বলে তিনি জানালেন। গত সপ্তাহে শুটিং শেষ হয়েছে , প্রচারে এলে কাজটি দর্শক পছন্দ করতে পারেন বলেও জানালেন সামান্তা শিমু। উল্লেখ্য, এর আগে সানমুন ট্রেলার্স, সুরেশ সরিষার তেল,শরীফ মেলামাইন, নন্দন পার্ক, মিতালী থ্রিপিস, ওয়াল্টন ফ্রিজের বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছেন সামান্তা শিমু। পাশাপাশি তাকে দেখা গিয়েছে কুমার বিশ্বজিৎ, কাজী শুভ, আরমান আলিফের মিউজিক ভিডিওতেও।
আপনার মন্তব্য দিন