ছায়াছন্দ প্রতিবেদক : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ৭৩ তম জন্মদিন আজ ২৮ সেপ্টেম্বর। ১৯৪৭ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তাঁর জন্ম। দলের সভাপতির জন্মদিনে দোয়া মাহফিল, আলোচনা সভা, শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচি পালন করবেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান শেখ হাসিনা।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩ তম অধিবেশনে যোগদান উপলক্ষে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার এবারের জন্মদিন আওয়ামী লীগের পক্ষ থেকে অসহায়, গরিব-দুঃখী মানুষের জন্য উৎসর্গ করা হয়েছে।
এদিকে, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ৭৩ তম জন্মদিন উপলক্ষ্যে আজ ২৮ সেপ্টেম্বর শনিবার বাংলাদেশ টেলিভিশনে এক বিশেষ অনুষ্ঠান প্রচার হবে। আসাদুজ্জামান নূর এমপি’র সঞ্চালনায় “ও আলোর পথযাত্রী” শীর্ষক অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক ডঃ মুনতাসির মামুন , অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন, আব্দুল কুদ্দুস, চিত্রনায়ক রিয়াজ, সঙ্গীত পরিচালক মোঃ শেখ সাদী খানসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তি।
জানা গেছে, এই বিশেষ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন কণ্ঠশিল্পী লিসা কালাম। ‘সে যে আমার শেখ হাসিনা’ শীর্ষক গানটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব, দেশের উন্নয়ন ও তাঁর সাফল্যের নানা দিক তুলে ধরে সাজানো হয়েছে বলে জানান শিল্পী লিসা কালাম। ‘সে যে আমার শেখ হাসিনা’ গানের কথা লিখেছেন ওসমান শওকত। সুর ও সঙ্গীতায়োজন করেছেন মোঃ শাহনেওয়াজ। পুরো গানের মূল ভাবনা বীর মুক্তিযোদ্ধা আবুল কালামের।
আলোচিত এই গানটি নিয়ে কণ্ঠশিল্পী লিসা কালাম বলেন, শেখ হাসিনা আমাদের প্রাণের নেত্রী। তাঁর নেতৃত্বে আমাদের দেশ অনেক এগিয়ে গেছে। পুরো দেশে উন্নয়নের জোয়ার বইছে। তার মতো একজন মহান নেত্রীকে নিয়ে গান গাইতে পেরে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। আমার এই গান তার প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ।
জানা যায়, ১৯৯১ সালের শেষের দিকে লিসার গাওয়া গানের বহুল প্রচারিত প্রথম এ্যালবাম “এ লাশ ঢাকা আসবেই ” প্রকাশ পায়। উপমহাদেশের প্রখ্যাত সুরকার প্রয়াত দেবু ভট্টাচার্যের সঙ্গীত পরিচালনায় এবং দেশের প্রখ্যাত গীতিকারদের লেখায় প্রকাশিত এ্যালবাম “এ লাশ ঢাকা আসবেই” সেসময় দেশে-বিদেশে প্রচুর সুনাম অর্জন করে। এ্যালবামটি তখন দেশের দুই শীর্ষ ক্যাসেট বিক্রেতা সাউন্ডটেক ও সঙ্গীতার মাধ্যমে বাজারজাত করা হয়েছিলো।
কন্ঠযোদ্ধা লিসা ‘যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই…’ গানটি গীতিকার হাসান মতিউর রহমানের অনুমতি নিয়ে তাঁর অন্য দুটি অ্যালবাম ”বঙ্গবন্ধুর সাড়ে তিন বছর” (১৯৯৩) এবং ”নৌকা” এ্যালবামে (১৯৯৬) প্রকাশ করেন. পরবর্তীতে তিনি বেশ কয়েকটি আধুনিক গানের এ্যালবাম প্রকাশ করেন, যার মাঝে ‘কানাই’ এবং ‘কবুল’ উল্লেখযোগ্য। কণ্ঠশিল্পী লিসা কালাম ১৯৯৮ সালে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে তালিকাভুক্ত হন।
অন্যদিকে “সে যে আমার শেখ হাসিনা” গানের মূল পরিকল্পনাকারী মুক্তিযোদ্ধা আবুল কালাম বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে যুদ্ধ করে আমরা দেশটা স্বাধীন করেছি। তারই কন্যা শেখ হাসিনা এখন সফলভাবে আমাদের দেশ পরিচালনা করছেন। তাকে নিয়ে একটি গানের আয়োজন করতে পেরেছি, এটা আমার জন্য পরম পাওয়া। আমার বিশ্বাস, গানটি সবার ভালো লাগবে।
লিসা কালাম জানান, বাংলাদেশ টেলিভিশনের প্রোগ্রাম পরিচালক জগদীশ এশে’র সার্বিক তত্ত্বাবধানে “ও আলোর পথযাত্রী” অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ফজলে আজিম জুয়েল। অনুষ্ঠানটি আজ ২৮ সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিনে রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে।
আপনার মন্তব্য দিন