তুষার আদিত্য : সাফল্যের ভেলায় ভাসছেন দেশীয় সংগীত জগতের সুন্দরী আর গ্ল্যামারাস গায়িকা তামান্না প্রমি। তরুণ প্রজন্মের জনপ্রিয় আর আলোচিত এই গায়িকার নতুন গানের মিউজিক ভিডিও ‘হৃদয়ে তোমার ঠিকানা’ তার গানের ভক্ত – শ্রোতা – দর্শকদের মাঝে তুমুল সাড়া ফেলেছে। ৪ ফেব্রুয়ারি ধ্রুব মিউজিক এর ইউটিউবে প্রকাশ পাওয়ার ইতিমধ্যে প্রায় সাড়ে তিন লাখ ভিউ হয়েছে। এটির সাফল্যে তামান্না প্রমি তাই দারুনভাবে উদ্ভাসিত হয়েছেন।
২০০৯ সালে এনটিভি আয়োজিত রিয়েলাটি শো মার্কস অলরাউন্ডার বিজয়ী হওয়ার মধ্য দিয়ে রাতারাতি পরিচিতি পেয়ে যান তামান্না প্রমি। এরপর অনেকগুলো গুণ নিয়ে যাত্রা শুরু করলেও এখন তার পরিচিতি একজন কণ্ঠশিল্পী হিসেবে। দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সংগীত বিষয়ক বিভিন্ন অনুষ্ঠানে গান গাইতে দেখা যায় তাকে। পাশাপাশি সংগীত বিষয়ক অনুষ্ঠান উপস্থাপনায়ও কুড়িয়েছেন প্রশংসা। এবার ভারতীয় কন্ঠ শিল্পী পাপনের সঙ্গে ডুয়েট গান করে সাফল্য ও প্রশংসায় সিক্ত হলেন তিনি।
জানা যায়, ভারতীয় গায়ক পাপন নিজের গায়কী দিয়ে বাংলাদেশেও তৈরি করেছেন নিজস্ব ভক্ত ও শ্রোতাবলয়। গান গাইতে একাধিকবার এসেছেন ঢাকায়, অংশ নিয়েছেন দেশের ফোক ফেস্টিভালের মতো বড় আয়োজনেও। এবার বাংলাদেশী জনপ্রিয় মঞ্চ মাতানো সুন্দরী গায়িকা তামান্না প্রমির সঙ্গে গাওয়া এই গানটি দিয়ে নতুন ভাবে আলোচনায় এলেন পাপন।
তাদের গাওয়া ‘হৃদয়ে তোমার ঠিকানা’ শিরোনামের গানটির রবিউল ইসলাম জীবনের গীতিকবিতায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন অদিত। আর শাহরিয়ার পলক নির্মাণ করেছেন দৃষ্টিনন্দন ভিডিও। গানের ভিডিওতে গায়িকা তামান্না প্রমির সঙ্গে পারফর্ম করেছেন জনপ্রিয় মডেল ও চিত্রনায়ক নিরব।
জানা গেছে, আব্বাস ছবি খ্যাত নিরবের সঙ্গে তামান্না প্রমির পর্দা রসায়ন যেমন ভিন্নতা ছিল ভিডিওতে। আর এই কারণেই মিউজিক ভিডিওটি দর্শকদের বিনোদনের আলাদা মুগ্ধতায় ভাসিয়ে দিয়েছে বলে মনে করছেন সংগীত সংশ্লিষ্টরা।
গান – ভিডিও তথা নিজের এই মিউজিক ভিডিওর সাফল্যে দারুন উচ্ছ্বাসিত দুর্দান্ত গ্ল্যামারের দ্যুতি আর সুরের মুগ্ধতা ছড়ানো জনপ্রিয় কণ্ঠশিল্পী তামান্না প্রমি। তিনি গানটি নিয়ে বলেন, পাপন বলিউডের বেশ জনপ্রিয় একজন গায়ক। কোক স্টুডিওতে গান করে তিনি অনেক বেশি প্রশংসা কুড়ান। বাংলাদেশেও রয়েছে তার অনেক ভক্ত – শ্রোতা। তার সঙ্গে ডুয়েট গান গাইতে পারাটা আমার জন্য দারুণ এক অভিজ্ঞতা। গানটি সত্যিই শ্রোতাদের কান এবং মনকে প্রশান্তি দিতে পারায় সত্যিই আমি অনেক হ্যাপি। রবিউল ইসলাম জীবন দারুন ছন্দে গানটি বেঁধেছেন। অদিতের সুর এবং কম্পোজিশন মনে ধরার মতো হয়েছে দর্শক – শ্রোতাদের মাঝে।
অন্যদিকে, গানের ভিডিওর কথা বলতে গিয়ে তামান্না প্রমি বলেন, শাহরিয়ার পলকের ভিডিও নির্মাণ মানেই ভিন্ন কিছু, সেই ভিন্নতায় অন্য এক রূপ দিয়েছেন মডেল ও চিত্রনায়ক নিরব। প্রত্যাশা ছিল – সব মিলে গানটি ভক্ত – শ্রোতা – দর্শকদের ভালো লাগবে। সেই প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির সংযোগ ঘটায় আমি অনেক আনন্দিত।
ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) থেকে জানা গেছে, বিশ্ব ভালবাসা দিবস এবং ১লা ফাল্গুন উপলক্ষে গেলো ৪ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার তাদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয় ‘হৃদয়ে তোমার ঠিকানা’ শীর্ষক এই বিশেষ গানটির ভিডিও। এছাড়াও গানটি শুনতে পাওয়া যাচ্ছে একাধিক অ্যাপে।
মিউজিক ভিডিওর বিরাট সাফল্যের প্রতিক্রিয়া জানতে চাইলে তামান্না প্রমি এই প্রতিবেদককে বলেন, একজন শিল্পীর একমাত্র চাওয়া পাওয়াই হলো শ্রোতার হৃদয়ে গ্রহণযোগ্যতা পাওয়া। আমি চেষ্টা করেছি গানটা সুন্দর ভাবে করার। গানটি রিলিজ হওয়া থেকে আজ অবধি ভক্ত – শ্রোতাদের যে রেসপন্স পেয়েছি, তা সত্যিই আমার জন্য ভীষণ আনন্দের। একজন মায়ের কাছে যেমন একজন সন্তান, তেমনি আমার নিজের গান মানেই আমার কাছে সন্তানতুল্য। মুঠোফোনে, ফেইসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে আমি ভীষণ সাড়া পেয়েছি। আমার কাছে গানটা করার সময় বেশ চ্যালেঞ্জ ছিল।কারণ, পাপনের ভারতে বিশাল একটা ভক্তকুল আছে, তেমনি বাংলাদেশেও আছে। তারাও ভীষণ খুশি আমাদের এই ডুয়েট গান পেয়ে। এই গানটির বিশাল সাফল্যের কারণেই বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠান আমাকে নিয়ে নতুন গানের পরিকল্পনা করছেন। কিন্তু আমি এক্ষেত্রে একটু সময় নিতে ভাই। কারণ একটাই – আমার কাছে কোয়ান্টিটি নয়, কোয়ালিটিই মুখ্য।
গানটি দেখতে নিচের লিংকে ক্লিক করুন :
আপনার মন্তব্য দিন