
ছোট পর্দার মিষ্টি হাসির এই অভিনেত্রী সম্প্রতি সঞ্জয় সমাদ্দারের পরিচালনায় ‘ট্রল’, অঞ্জন আইচের পরিচালনায় ‘মিস্টার অ্যান্ড মিসেস যন্ত্রণা’ নাটকে অভিনয় করেছেন। অভিনয় ক্যারিয়ারে শতাধিক খন্ড নাটকে অভিনয় করলে এখন পর্যন্ত ফারিণকে ধারাবাহিকে দেখা যায়নি। তবে তিনি জানান, ভবিষ্যতে ধারাবাহিকে কাজ করার ইচ্ছে আছে। ভালো গল্প ও চরিত্র পেলে অবশ্যই ধারাবাহিকে কাজ করবেন।
চলতি বছর কেমন কেটেছে এই জনপ্রিয় অভিনেত্রীর – এটা জানার জন্যে ইদানিং অনেকেই কৌতূহলী। তাদের কৌতূহল মেটানোর জন্যে তিনি বলেন, চলতি বছর নিয়ে অনেক পরিকল্পনা ছিল। কিন্তু হঠাৎ করে করোনার থাবা সব কিছু এলোমেলো করে দেয়। প্রায় তিন মাস সবাই কাজহীন ছিলাম। লকডাউন উঠে গেলেও সবাই ঝুঁকি নিয়ে কাজে ফিরি। শুটিংয়ে চাইলেও স্বাস্থ্যবিধি মানা সম্ভব না। তারপরও সবাই চেষ্টা করেছি স্বাস্থ্যবিধি যতটা মেনে কাজ করার।

নতুন বছরে নিজের কাজের পরিকল্পনা প্রসঙ্গে আগাম জানতে চাইলে ফারিণ বলেন, নতুন বছর নতুন ভাবে শুরু করতে চাই। যদিও করোনা আতঙ্ক সঙ্গে নিয়েই বছর শুরু করতে হবে। নতুন বছর আরও সচেতন হয়ে কাজ করব বলে আশা রাখছি। সংখ্যা নয়, কাজে বিশ্বাসী আমি। তাই ভালো কাজ করার প্রতি মনোযোগটা আমার বেশিই থাকবে।
চলচ্চিত্রে অভিনয় করা প্রসঙ্গে জানতে চাইলে বলেন, দেখুন, সবারই স্বপ্ন থাকে চলচ্চিত্রে কাজ করার। আমিও স্বপ্ন দেখি। এরইমধ্যে বেশ কিছু চলচ্চিত্রে কাজের প্রস্তাব পেয়েছি। কিন্তু সেগুলোর গল্প আর চরিত্র মন মতো হয়নি বলে কাজ করা হয়নি। আশা করি চলচ্চিত্রে আমার অভিষেক হবে বড় কোন চমক দিয়েই।
আপনার মন্তব্য দিন