
জানা যায়, গেলো ২১ মার্চ থেকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হসপিটালের আইসিইউতে রয়েছেন ফারুক। ৮ এপ্রিল (বৃহষ্পতিবার) সন্ধ্যায় হঠাৎ তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। এমন গুজবে ক্ষোভ প্রকাশ করেছেন ফারুকের স্ত্রী ফারহানা পাঠান। সিঙ্গাপুর থেকে তিনি গণমাধ্যমকর্মীদের বলেন, তিনি সুস্থ হওয়ার জন্য লড়াই করছেন। এমন অবস্থায় তাকে নিয়ে মৃত্যুর গুজবে আমরা সত্যিই অবাক হয়েছি। মানুষের মৃত্যু নিয়ে রসিকতা ঠিক নয়৷ আল্লাহর রহমতে আপনাদের মিয়াভাই এখনো বেঁচে আছেন এবং ভালো আছেন। সবাই তার জন্য মন খুুুলে দোয়া করবেন।
জানা যায়, মিয়াভাই খ্যাত নায়ক ফারুক গেলো ২১ মার্চ থেকে আইসিইউতে রয়েছেন৷ কোনো সাড়া দেননি। তবে গেলো ৭ এপ্রিল তার পুত্র রওশন হোসেন পাঠান শরৎ জানান, ডাক্তারদের ডাকে সাড়া দিয়েছেন তার বাবা। চিকিৎসকরা আশাবাদী হয়ে উঠেছেন তার সুস্থতার বিষয়ে।
উল্লেখ্য, আকবর হোসেন পাঠান ফারুক ১৮ আগস্ট ১৯৪৮ সালে জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে এইচ আকবর পরিচালিত জলছবি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে। ‘লাঠিয়াল’, ‘সুজন সখী’, ‘নয়নমনি’, ‘সারেং বৌ’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘সাহেব’, ‘আলোর মিছিল’, ‘দিন যায় কথা থাকে’, ‘মিয়া ভাই’-সহ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। লাঠিয়াল চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি ১৯৭৫ সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এবং ২০১৬ সালে আজীবন সম্মাননা অর্জন করেন। ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
আপনার মন্তব্য দিন